প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে অসমের বামুনিগাঁও স্টেশনের কাছে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত হল ৩ মহিলার। জানা গিয়েছে, মৃত তিন মহিলার নাম রুমি দাস (৫৫), করবী মালু (৬০) এবং উত্তরা দাস (৬০)। তাঁরা নিয়মিত প্রাতঃভ্রমণে বেরোতেন। সোমবার ভোরেও হাঁটতে বেরিয়েছিলেন। ট্রেন লাইন পেরোনোর সময়ই ঘটে যায় চরম দুর্ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই এলাকায় রেলপথে দু’টি ট্রেন চলাচল করে। একটি উজানিমুখা-পুরী এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। ওই তিন মহিলা ট্রেনের হর্ন শুনে লাইন পরিবর্তন করেন। তখনই অন্যদিক থেকে আসা গুয়াহাটিগামী পুরী এক্সপ্রেস ধাক্কা মারে তাঁদের। স্থানীয়দের অভিযোগ, পুরী এক্সপ্রেস পূর্ণ গতিতে চলছিল, ফলে সেটি নাকি হর্ন দেয়নি। এই কারণেই মহিলারা বুঝতেই পারেননি যে পিছন দিক থেকে আরেকটি ট্রেন আসছিল।
দুর্ঘটনার পর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ জনগণকে অনুরোধ করেছে, কেউ যেন রেললাইন সংলগ্ন স্থানে না যায় বা রেলগেট ছাড়া অন্য কোথাও রেললাইন পারাপার না করেন। যাতে করে দুর্ভাগ্যজনক ঘটনা এড়ানো যায়। রেল আধিকারিক বলেন, ”ভোর ৫টা ২৫ নাগাদ কামাখ্যা–গোয়ালপাড়া রুটে ট্রেন নাম্বার ১৫৬৪৩-এর ধাক্কায় তিন মহিলার মৃত্যু হয়েছে। অবৈধ ভাবে তাঁরা রেললাইনে প্রবেশ করেছিলেন।”
ঘটনার পর বোকো থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাপ্রবণ এই রেলপথে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয়রা দ্রুত এলাকায় সুরক্ষা ব্যবস্থা ও সচেতনতা প্রচারের দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে আর এ ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.