Advertisement
Advertisement
Odisha

বিজেপি শাসিত ওড়িশায় ফের নাবালিকাকে গণধর্ষণ! পুলিশের জালে ৩ অভিযুক্ত

আবারও প্রশ্নের মুখে ওড়িশার শিশু ও নারী নিরাপত্তা!

3 Arrested After Minor Girl Gang-Raped In Odisha, 2 Others On The Run
Published by: Biswadip Dey
  • Posted:August 18, 2025 6:36 pm
  • Updated:August 18, 2025 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় ফের গণধর্ষণ! এবার ঘটনা সম্বলপুরে। অভিযোগ, অপহরণ করে এক নাবালিকা গণধর্ষণ করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরার আরও দুই।           

Advertisement

পরিবার সূত্রে খবর, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাতে বাড়ির বাইরে যায় ওই নাবালিকা। সেই সুযোগে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে সে পরিবারের কাছে নির্যাতনের কথা জানায়। নাবালিকার পরিবারের তরফে জুজুমুরা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

সম্বলপুরের এসপি মুকেশ কুমার ভামু বলেন, “ঘটনাটি ঘটেছে রবিবার। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অপরাধের কথা স্বীকার করেছে। বাকি দুই অভিযুক্তকেও শীঘ্রই গ্রেপ্তার করা হবে। ধৃত তিনজন একই কলোনির বাসিন্দা এবং বাকি দু’জন পাশের কলোনির।”

রবিবার নাবালিকা ধর্ষণের ঘটনায় রাজ্যে নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সম্প্রতি বালেশ্বরে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, ওই ছাত্রী এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশ হয়েই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে।

এর আগে ময়ূরভঞ্জেও এক নাবালিকাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করা হয়েছিল। নাবালিকা কোনও রকমে পালাতে সক্ষম হয়। পাশাপাশি আঙ্গুল জেলায় এক আদিবাসী নারীকেও গণধর্ষণ করা হয়েছে বলে উঠছে অভিযোগ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement