Advertisement
Advertisement
Army Officer

৬ মাস আগে সেনায় যোগ, সিকিমে অগ্নিবীরের প্রাণ বাঁচাতে গিয়ে শহিদ সেনা অফিসার

২৩ বছর বয়সি লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারির বীরত্বের প্রশংসায় ভারতীয় সেনা।

23 years old army officer dies during rescuing soldier

শহিদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি।

Published by: Amit Kumar Das
  • Posted:May 23, 2025 9:13 pm
  • Updated:May 23, 2025 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের পরোয়া না করে অগ্নিবীর জওয়ানের প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন খরস্রোতা নদীতে। সহকর্মীর জীবন রক্ষা করলেও, শহিদ হলেন ২৩ বছর বয়সি সেনা আধিকারিক লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সিকিমে। জানা যাচ্ছে, ৬ মাস আগেই ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন ওই সাহসী অফিসার।

জানা গিয়েছে, সিকিমে সেনা ঘাঁটি থেকে বেরিয়ে রুট ওপেনিং দল নিয়ে বেরিয়ে ছিল সিকিম স্কাউটসের ওই সেনা আধিকারিক। সকাল ১১টা নাগাদ ওই দলটি একটি কাঠের সেতু পার করার সময় দুর্ঘটনার মুখে পড়ে। সেতু পার হওয়ার সময় পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান অগ্নিবীর স্টিফেন সুব্বা। নদীতে তাঁকে ভেসে যেতে দেখে কালক্ষেপ না করে ঝাঁপিয়ে পড়েন লেফটেন্যান্ট শশাঙ্ক। নায়েক পুকার কাতেল নামে আর এক জওয়ান এগিয়ে আসেন সুব্বাকে সাহায্য করতে। কোনওমতে তাঁরা ওই অগ্নিবীর জওয়ানকে উদ্ধার করতে সক্ষম হলেও, নদীর তীব্র স্রোতে ভেসে যান শশাঙ্ক।

বাকি জওয়ানরা এরপর শশাঙ্কের খোঁজে নামেন। প্রায় ৩০ মিনিট ধরে তল্লাশি অভিযান চালানোর পর দুর্ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে উদ্ধার হয় ওই সেনা আধিকারিকের দেহ। মাত্র ৬ মাসের চাকরি জীবনে সেনা আধিকারিকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে ভারতীয় সেনার তরফে। সেনার তরফে জানানো হয়েছে, ‘এত অল্প বয়স ও অল্প সময়ের চাকরি সত্ত্বেও লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি তাঁর অসামান্য সাহস ও সৌহার্দ্যের যে ছবি রেখে গেলেন তা আগামী প্রজন্মের সেনাকে অনুপ্রাণিত করবে।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement