সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গনওয়াড়ির শিক্ষক হতে হলে অন্য গুণাবলীর পাশাপাশি জানতেই হবে উর্দু। সম্প্রতি কংগ্রেস শাসিত কর্নাটকে সরকারের অঙ্গনওয়াড়ির শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনে এমনই বলা হয়েছে। যা নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে। আসরে নেমেছে বিজেপি। তাদের দাবি, এই বিজ্ঞাপনই বুঝিয়ে দেয় শাসক দলের মুসলিম তোষণ।
ঘটনা নিন্দা করে বিজেপি নেতা নলিনকুমার কাটিল বলেন, “অঙ্গনওয়াড়ি শিক্ষকের চাকরি পেতে হলে উর্দু জানতে হবে, এমন ঘোষণা মেনে নেওয়া যায় না। মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করতে এবং চাকরির সুযোগ কম লোকের মধ্যে রাখতে কংগ্রেসের আরেকটি চেষ্টা। এটা বিপজ্জনক রাজনৈতিক কৌশল।”
বিতর্ক দানা বাঁধে কর্নাটক সরকারে মহিলা ও শিশুকল্যাণ দপ্তরের এক নির্দেশে। মুদিগেরে, চিক্কামগালুরু জেলা অঙ্গনওয়াড়ি শিক্ষকের চাকরি জন্য বিজ্ঞাপন দিয়েছিল সরকারি দপ্তর। সেখানেই বলা হয়, শিক্ষককে উর্দু জানতেই হবে। যারপর কর্নাটক বিজেপি এক্স হ্যান্ডেলে লেখে, “কর্ণাটক সরকার কন্নড়ভাষী অঞ্চলে উর্দু চাপিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং মন্ত্রী লক্ষ্মী হেব্বালকরকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, কেন কন্নড়ের চেয়ে উর্দুকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” ইতিমধ্যে সেই ব্যাখ্যা দিয়েছে রাজ্য সরকার।
মুদিগেরে জেলার শিক্ষা দপ্তর জানিয়েছে, এখানে উর্দু বলিয়ে মুসলিমরা সংখ্যাগুরু নাগরিক। জনসংখ্যার ৩২ শতাংশই মুসলিম। সেই কারণেই কন্নড় জানার পাশাপাশি উর্দু জানা শিক্ষক চাওয়া হয়েছে। তবে কন্নড়ভাষী প্রার্থীদের বদলে উর্দুর উপর জোর দেওয়ায় বিতর্ক আপাতত থামছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.