Advertisement
Advertisement
Barabanki

এবার উত্তরপ্রদেশের মন্দিরে আতঙ্ক, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ২, পদপিষ্টের পরিস্থিতি

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

2 Dead, many Injured In Stampede After Panic Over Electric Shock At Temple In UPs Barabanki
Published by: Amit Kumar Das
  • Posted:July 28, 2025 8:58 am
  • Updated:July 28, 2025 9:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশের বারাবাঁকি। ঔশানেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু হল দুই পুণ্যার্থীর। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পুণ্যার্থীদের গায়ের উপর যার জেরেই এই দুর্ঘটনা। চোখের সামনে এই ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় ভক্তদের মধ্যে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় ২৯ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, বারাবাঁকি জেলার হায়দারগড়ে অবস্থিত ঔশানেশ্বর মহাদেব মন্দিরে ভক্তদের কাছে অতি জাগ্রত। শ্রাবন মাসের সোমবার উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই মন্দিরে। রবিবার রাত থেকে এখানে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। তখনই ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বারাবাঁকির জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী সংবাদমাধ্যমকে জানান, “পুণ্যার্থীরা মন্দিরে পুজো দেওয়ার সময় হঠাৎ একটি বাঁদর বিদ্যুতের তারের উপর লাফিয়ে পড়ে। যার জেরে তার ছিঁড়ে পড়ে মন্দিরের ছাউনির উপর। মুহূর্তের মধ্যে সেখানে থাকা মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন।” স্থানীয়দের দাবি অনুযায়ী, ঘটনার সময় অনেকে টিনের সেডের উপর দাঁড়িয়ে ছিলেন। যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকেই আহত হন। ঘটনার জেরে আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করে দেন। যার জেরে আহত হন অনেকেই। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় দুই জনের।

ঘটনা প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় পুলিশ ও প্রশাসনকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আহতরা যাতে উপযুক্ত চিকিৎসা পান তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাদের একজন প্রশান্ত নামে ২২ বছরের এক যুবক। দ্বিতীয় জনের পরিচয় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত রবিবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসাদেবী মন্দিরে। প্রবল ভিড়ের চাপে সেখানে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়। এখানেও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে আতঙ্কে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হন সাধারণ মানুষ। তার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের বারাবাঁকি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ