সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড় থেকে নেমে আসা বিরাট পাথরের চাঁই আছড়ে পড়ল সেনার গাড়িতে। বুধবার লাদাখে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ সেনাকর্মীর। একই ঘটনায় আরও ৩ জন সেনাকর্মী আহত হয়েছেন। মৃত দুই জওয়ানের মধ্যে একজন লেফ্টেন্যান্ট কর্নেল।
Terrible news. Two young armymen dead after a massive boulder smashed into their vehicle in Ladakh in a landslide. Deepest condolences to the families to Lt Col Bhanu Prasad Singh & Lance Dafadar Daljeet Singh, and their unit.
Advertisement— Shiv Aroor (@ShivAroor)
ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে, লাদাখে সেনা কনভয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। এক্স হ্যান্ডেল সেনার বিবৃতি, “জিওসি, ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস এবং সকল র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংকে স্যালুট জানায়, যাঁরা ৩০ জুলাই ২০২৫ তারিখে লাদাখে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এই শোকের মুহূর্তে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
সেনা সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। এদিন ভোরে সেনার কনভয় যখন ডারবাক থেকে চংতাশে যাচ্ছিল, তখনই ভয়ংকর দুর্ঘটনা ঘটে। বিরাট পাথরের আঘাতে সেনার গাড়িতে দুমড়ে-মুচড়ে যায়। মৃত্যু হয় লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। আহত সেনাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.