Advertisement
Advertisement

স্মৃতিশক্তির অদ্ভুত কেরামতিতে গিনেস বুকে নাম উঠল প্রেরণার

ধন্যি মেয়ের অধ্যাবসায়।

19-year-old Prerna Sharma creates Guinness World Record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 1:38 pm
  • Updated:January 20, 2017 1:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৯। কিন্তু তাতে কী? এই বয়সেই গিনেস বুকে নাম তুললেন প্রেরণা শর্মা। মথুরার ১৯ বছরের এই তরুণীকে নিয়েই এখন উৎসবে মেতেছেন স্থানীয়রা। কিন্তু ঠিক কোন কারণে গিনেস বুকে জায়গা করে নিলেন প্রেরণা? জানা গিয়েছে, নিজের আশ্চর্য স্মৃতিশক্তির উপর ভর করেই নাকি এই কাজে সফল হয়েছেন তিনি।

Advertisement

মথুরার প্রেরণা মাত্র ৮ মিনিট ৩৩ সেকেন্ডে ৫০০ টা নম্বর মুখস্থ করে নিয়েছেন। আর সেই বিষয়টি সকলের সামনে প্রমাণ করে দিয়েই পাকাপাকিভাবে গড়েছেন বিশ্বরেকর্ড।

কিন্তু এমন স্মৃতিশক্তির রহস্য কী? ছোট থেকেই ‘মেমরি গেম’ চর্চা করতেন মথুরার এই তরুণী। প্রখর স্মৃতিশক্তির জন্য আগেও বহু পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু এবার পেলেন সেরার সেরা হওয়ার খেতাব। জায়গা করে নিলেন গিনেস বুকে।

 

(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস