Advertisement
Advertisement
Uttar Pradesh

কোবরার ছোবলে দু’ঘণ্টায় পরপর ৭৬টি বার প্রতিষেধক! যমে-মানুষের লড়াইয়ে জিতল কিশোর

কাঠ সংগ্রহ করতে গিয়ে সাপে কামড়ায় কিশোরকে।

15 year boy survives cobra bite after 76 anti venom shots in Uttar Pradesh

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 16, 2025 5:40 pm
  • Updated:August 16, 2025 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউটে সাপের ছোবলে কার্যত অচৈতন্য কিশোর। দু’ঘণ্টায় পরপর ৭৬টি বার প্রতিষেধক। প্রতি মিনিটে, মিনিটে পর্যবেক্ষণ। সারাক্ষণ সঙ্গে ছিলেন নার্সরা। চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণে বাঁচল উত্তরপ্রদেশের কিশোর।

Advertisement

দিনকয়েক আগে উত্তরপ্রদেশের কৌনজের বাসিন্দা এক কিশোর জঙ্গলে গিয়েছিল কাঠ সংগ্রহ করতে। কাঠের আড়ালে ঘাপটি মেরে ছিল বিষাক্ত কেউটে প্রজাতির একটি সাপ। কাঠটি সরাতেই কিশোর হাতে ছোবল মারে বিষধর সাপটি। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। দেখেন সাপে কামড়েছে কিশোরকে। সাপটিকে তাড়া করে ধরে ফেলেন তাঁরা। পিটিয়ে মেরে দেওয়া হয় সাপটিকে।

অন্যদিকে, কিশোরটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সঙ্গে মৃত সাপটিকে জারে  করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কোন সাপ কামড়েছে বুঝতে পেরে সঙ্গে কিশোরের চিকিৎসা শুরু হয়। এদিকে যত সময় যাচ্ছিল কিশোরের শারীরিক অবস্থা খারপ হতে শুরু করে। নির্দিষ্ট প্রতিষেধক দিতে থাকেন চিকিৎসকরা। শুরু হয় যমে-মানুষের লড়াই। মিনিটে, মিনিটে বদলাচ্ছিল পরিস্থিতি। গুরুত্ব বুঝে দু’ঘণ্টায় দেওয়া হয় ৭৬টি প্রতিষেধক।

চিকিৎসকদের তৎপরতায় বিপদ থেকে রক্ষা পায় কিশোরটি। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই খবর। চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছেন কিশোরের পরিবার। এদিকে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশে। বাড়ছে সাপের উপদ্রব। নেওয়া হচ্ছে ব্যবস্থা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement