সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মেঘভাঙা বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয় হিমাচলে। ভেসে গেল আস্ত গ্রাম। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। উল্লেখ্য, গত সপ্তাহেই হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে দুর্যোগে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। এবার শিমলা জেলার সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকায় বুধবার গভীর রাতে ফের মেঘভাঙা বৃষ্টি হয়েছে বলে খবর। এখনও ১৩টি মৃতদেহ উদ্ধার হয়েছে।
৩১ জুলাই মেঘভাঙা বৃষ্টি হয়েছিল ওই সামেজ গ্রামেই। আগেই সেখানে অন্তত ৩৩ জন নিখোঁজ ছিলেন। বুধবার প্রাকৃতিক বিপর্যয়ের পরে বিভিন্ন দুর্গম এলাকায় উদ্ধারকাজ নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। বৃহস্পতিবার সকালেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আবহাওয়ায় দপ্তর জানিয়েছে, ৭ আগস্ট ভারী বৃষ্টিতে ভিজেছে হিমাচল। মান্ডি জেলার জোগিন্দরনগরে ২৪ ঘণ্টায় সর্বাধিক ১১০ মিমি বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে সিরমাউর জেলাতেও। আগামী কয়েক দিন রাজ্যের বিলাসপুর, হামিরপুর, কাংড়া, চাম্বা এবং মান্ডি জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।
প্রসঙ্গত, গত বছরের মতোই বর্ষার মরসুমে প্রকৃতির রুদ্ররোষে হিমাচল প্রদেশ। ৭ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত রাজ্যে শুধুমাত্র বৃষ্টির জেরে প্রাণ গিয়েছে ৭৯ জনের। ৩১ জুলাই রাতের হড়পা বানে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আট জনের মৃত্যু হয়। গত সপ্তাহে স্থানীয়দের সঙ্গে দেখা করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। নিখোঁজদের খোঁজে পুরোদমে চলছে উদ্ধার অভিযান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.