সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১০ জঙ্গি। বুধবার সে রাজ্যের চান্দেল জেলায় অভিযান চালায় অসম রাইফেলসের সদস্যেরা। মায়ানমার সীমান্ত ঘেঁষা এলাকায় অভিযানে নামতেই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রও। এখনও অভিযান অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে।
Acting on specific intelligence on movement of armed cadres nearby New Samtal village, Khengjoy Tehsil, District near the , unit under launched an operation on 14 May 2025.
During the operation,…
— EasternCommand_IA (@easterncomd)
সোশাল মিডিয়া পোস্টে জঙ্গি দমন অভিযানের কথা জানিয়েছে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড। সেখানে বলা হয়েছে, “সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ১৪ মে বুধবার মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে হানা দেন অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। এখনও অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা। জবাব দেয় সেনা। তখনই ১০ জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র।”
পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকেই জঙ্গিবাদ নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে দীর্ঘদিন ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষ ঘিরে অস্থীর অবস্থায় রয়েছে মণিপুর। বিশেষজ্ঞদের বক্তব্য, এই অবস্থাকে কাজে লাগাচ্ছে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি। ফলে পাক সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার আবহেই গত ৮ মে দেশের উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদমন অভিযান শুরু হয়। গত সপ্তাহে মণিপুর থেকে গ্রেপ্তার করা হয় ১৩ জন জঙ্গিকে। এবার চান্দেল জেলায় নিকেশ করা হল ১০ জঙ্গিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.