Advertisement
Advertisement
Maharashtra

প্রবল বর্ষণে ভাসছে মহারাষ্ট্রের একাধিক জেলা, দুর্যোগে ২৪ ঘণ্টায় মৃত ১০

মহারাষ্ট্রজুড়ে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।

10 dead last 24 hours in Maharashtra
Published by: Subhankar Patra
  • Posted:September 29, 2025 10:50 am
  • Updated:September 29, 2025 12:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০ জন। ১১,৮০০জনকে উদ্ধার করা হয়েছে। মুম্বইতেও শনিবার থেকে প্রবল বর্ষণ চলছে। জানা গিয়েছে, নাসিকে চারজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। দুর্যোগে ধারাশিব ও অহল্যনগরে ৪জন প্রাণ হারিয়েছে। জালনা ও ইয়াবত্মালে মোট ২জনের মৃত্যু হয়েছে।

Advertisement

প্রবল বর্ষণের কারণে গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। বন্যার আশঙ্কার মধ্যে ছত্রপতি সম্ভাজিনগরে। সেখানকার ৭,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় এলাকায় ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মহারাষ্ট্র জুড়ে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে, পুণের সদরদপ্তরে আরও দু’টি দল প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে শনিবার রাত থেকে মুম্বইয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রবিবার, শহর ও শহরতলিতে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে কিছু এলাকায় ৫০ মিমি-এরও বেশি বৃষ্টিপাত হয়েছে। বিকেলে বৃষ্টির তীব্রতা কমেছে। তবে বিপযর্স্ত হয়েছে সড়ক ও রেল পরিষেবা।

রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে, শহরে গড়ে ৪৭.৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।পশ্চিম শহরতলিতে ৫৩.৬১ মিলিমিটার ও পূর্ব শহরতলিতে ৩৭.৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানেতে ভারী বৃষ্টিপাত হয়েছে। থানের ৭১টি পরিবারের ২৬২ জনকে উদ্ধার করা হয়েছে। আজ, রবিবার মহারাষ্ট্রের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ