সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুতে খাদে পড়ল তীর্থযাত্রীদের বাস। দুর্ঘটনায় মৃত এক জনের, ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতদের পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্স হ্যান্ডেলে সমবেদনা জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তরের তরফে।
জানা যাচ্ছে, একদল তীর্থযাত্রী নিয়ে উত্তর প্রদেশের কাটরা থেকে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। জম্মু থেকে পাঠানকোটগামী হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ই ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চাকা পিছলে গাড়িটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত তীর্থযাত্রীর নাম ইকবাল সিং আমরোহা। অন্যদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সাম্বার একটি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত ৭ জন তীর্থযাত্রীকে বিজয়পুর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়ছে।
মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তরের তরফে। জানানো হয়েছে, “ সাম্বা জেলায় মাতা বৈষ্ণোদেবীর তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় এক জনের মৃত্যু এবং আরও অনেক মানুষ আহত হওয়ায় মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।”
বৈষ্ণোদেবীর মন্দিরের পথে দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরই একাধিক দুর্ঘটনা ঘটে যায় এই পথে। ভূমিধসের কারণে দুর্ঘটনার ঘটনাও হাতে গোনা নয়। চলতি বছরের ২১ জুলাই রিয়াসি জেলায় মন্দিরের পথে ভূমিধসে ১০ জন আহত হন।এ ছাড়া, বাঙ্গঙ্গা সংলগ্ন এলাকায় আরেকটি ভূমিধসে এক তীর্থযাত্রীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে এক তীর্থযাত্রী চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.