সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল উদ্যোগে কখনও পিছিয়ে থাকে না বলিউড। বিশ্ব পরিবেশ দিবসেই বা কেন পিছিয়ে থাকবেন বলিউড তারকারা! বিশেষ এই দিনে সকলেই প্লাস্টিক বর্জনের ডাক দিলেন।
প্লাস্টিকের পরিমাণ ক্রমেই এ পৃথিবীতে বেড়ে চলেছে। পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে উঠেছে কৃত্রিম এই বস্তুটি। কিন্তু কিছুতেই কমানো যাচ্ছে না এর ব্যবহার। এ কারণেই চলতি বছরে পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক বর্জনের ডাক দেওয়া হয়েছে। তাতেই শামিল হয়েছেন বলিউড তারকারা।
[OMG! মধুচন্দ্রিমার রেশ কাটতে না কাটতেই বাবা হচ্ছেন রাজ চক্রবর্তী!]
প্লাস্টিকজাত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার আরজি জানিয়েছেন দিয়া মির্জা। আলিয়া ভাট প্লাস্টিকের জলের বোতলের বদলে স্টিলের বোতলে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন। একই কথা বলেছেন অদিতি রাও হায়দরি ও অর্জুন কাপুররা।
Tag, I’m it – thanks for tagging me ! I switched to biodegradable sanitary napkins when I realised they are made mostly of plastic! with for ! Hey – Tag, you’re it!
— Dia Mirza (@deespeak)
by switching to steel or glass bottles today! Plastic bottles take 450 years or more to decompose, harming us and our environment. I’m now one step closer towards purging plastic from my life. Hope you guys will make the switch too!
— Alia Bhatt (@aliaa08)
[প্রেমিকাকে চুলের মুঠি ধরে মারধর, অভিযুক্ত অভিনেতা অারমান কোহলি]
It takes one small step to ! I’ve replaced using plastic bottles with a metal one. It’s convinient & environment friendly. Tagging & to take up the challenge & inspire others to choose a sustainable future.
— Arjun Kapoor (@arjunk26)
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছেন কঙ্গনা রানাউতও। নিজে প্লাস্টিকের ব্যাগ মাথায় পরে তার ক্ষতি বোঝানোর চেষ্টা করেছেন।
তৈরি হয়েছে #BeatPlasticPollution হ্যাশট্যাগ। যাতে এভাবেই পরিবেশ রক্ষার পক্ষে সওয়াল করেছেন বলিউডের তারকারা। অনুরাগীরা নিশ্চয়ই শুনবেন, এই বিশ্বাস সকলের।
[‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-এর সেটে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন নায়িকা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.