Advertisement
Advertisement

নেশা আর যৌনতায় মেশা ‘জুলফিকর’-এর ‘ঘরবাড়ি’

যেখানে যৌনতা কোনও নারীর কাছে অসহায়তাজাত এক অভ্যাস, কারও কাছে বা কার্যসিদ্ধির সোপান!

Watch The New Video Song Ghawarbaari From Srijit Mukherji's Zulfiqar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 2:05 pm
  • Updated:August 7, 2021 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘরবাড়ি’ আশ্রয় না কারাগার?
প্রশ্নটা ভাবিয়ে তুলবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘জুলফিকর’-এর নতুন গান ‘ঘরবাড়ি’র সৌজন্যে! সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেই গানে কথায়, সুরে আর গায়কিতে অনুপম রায় আলগোছে ছুড়ে দিয়েছেন প্রশ্নটা!

Advertisement

zulfiqar3_we
গানের ভিডিওর শুরুতেই ধরা দিয়েছে এক বিষাদচেতনা। এক ঘরোয়া পার্টিতে গিটার হাতে দেখা যাচ্ছে আখতার আহমেদ ওরফে অঙ্কুশকে। তাঁর কণ্ঠেই উঠে এসেছে এই মনকেমনের ‘ঘরবাড়ি’র গান। পর্টিতে বান্ধবীর সঙ্গে দেখা যাচ্ছে টোনি ব্রাগাঞ্জারূপী পরমব্রত চট্টোপাধ্যায়কেও। তাঁরও সুখের মুহূর্তে কোথাও একটা হানা দিয়েছে চোরাগোপ্তা বিষাদ।

zulfiqar1_web
এর ঠিক পরেই ‘জুলফিকর’-এর ‘ঘরবাড়ি’তে এসেছে নেশা আর যৌনতা। কিন্তু তার কোনওটাই আনন্দদায়ক নয়। নেশা যেন রূঢ় বাস্তব থেকে পালানোর হাতিয়ার। আর যৌনতা কোনও নারীর কাছে অসহায়তাজাত এক অভ্যাস, কারও কাছে বা কার্যসিদ্ধির সোপান। পুরুষদের কাছে বরাবরই তা সুখ খোঁজার রাস্তা! এই নিয়েই গড়ে উঠেছে ‘ঘরবাড়ি’র দৃশ্যশরীর।

zulfiqar2_web
নিচের ভিডিওয় দেখে নিন সেই নেশা আর যৌনতায় মেশা ‘জুলফিকর’-এর ‘ঘরবাড়ি’র কয়েক ঝলক!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement