Advertisement
Advertisement

সুন্দরীদের সঙ্গে দেব-এর উদ্দাম বিচ পার্টি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসটা নামে মাত্রই আষাঢ়! অথচ, ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া আর কিছুই জুটছে না শহরের কপালে! বাড়ছে গরম! তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তপ্ত শরীরকে শান্ত করার চাহিদা! Advertisement সেই চাহিদায় সাড়া দিয়েই দেব-এর দেখা মিলল সাগর কিনারে। সোনালি বালুকাবেলায়, সবুজ জলের বুকে, নীল আকাশের নিচে উদ্দাম বিচ পার্টিতে ধরা দিলেন তিনি। অবশ্যই সুন্দরীদের […]

Watch The New Song Love Me From Bengali Movie Kelor Kirti
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 5:07 pm
  • Updated:June 23, 2016 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসটা নামে মাত্রই আষাঢ়! অথচ, ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া আর কিছুই জুটছে না শহরের কপালে!
বাড়ছে গরম! তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তপ্ত শরীরকে শান্ত করার চাহিদা!

Advertisement

loveme1_web
সেই চাহিদায় সাড়া দিয়েই দেব-এর দেখা মিলল সাগর কিনারে। সোনালি বালুকাবেলায়, সবুজ জলের বুকে, নীল আকাশের নিচে উদ্দাম বিচ পার্টিতে ধরা দিলেন তিনি।
অবশ্যই সুন্দরীদের সাহচর্যে!

loveme2_web
সেই পার্টিতে কোনও কিছুরই অভাব ছিল না। ছিল সুরা। ছিলেন সোহাগের হাতছানি নিয়ে একঝাঁক সুন্দরীও! আর ছিল দুষ্টুমিতে মেতে ওঠার জন্য হরেক খেলনা।

loveme3_web
সেই সব নিয়েই রমরমিয়ে চলছিল বিচ পার্টি। দেবের গলায় ছিল আকুতি ‘লাভ মি’! আর সুন্দরীদের তরফে ছিল প্রকাশ্য সায়!
তার পরেও ব্যাপারটা শেষ পর্যন্ত গিয়ে থামল ‘কেলোর কীর্তি’-তে!

loveme4_web
কেন?
কারণ, বিচ পার্টিতে যা যা করেছেন দেব, তার পুরোটাই রাজা চন্দর নতুন ছবি ‘কেলোর কীর্তি’-র খাতিরে। সদ্য মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘লাভ মি’।
সেই গানে কী কী করলেন দেব, নিজেই দেখে নিন নিচের ভিডিওয়।

3

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement