সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জুলফিকর’ নিয়ে বিতর্ক একটা চলছেই! কেউ বলছেন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় উইলিয়াম শেক্সপিয়ারের ‘জুলিয়েট সিজার’ নিয়ে নতুন ছবি ‘জুলফিকর’-এ প্রায় ছেলেখেলা করেছেন! কেউ বা বলছেন, মেটিয়াবুরুজ এলাকার যে চেহারা তিনি তাঁর ছবিতে তুলে ধরেছেন, তার মধ্যেও রয়েছে বিকৃতির আঁচড়!
সেই সব বিতর্কের জবাব মিলবে একমাত্র ছবি মুক্তির পরেই! দেখতে দেখতে দরজায় কড়া নাড়বে দুর্গাপুজো। আর প্রেক্ষাগৃহে ‘জুলফিকর’। তবে, একটা ব্যাপারে ‘জুলফিকর’ নিয়ে কোনও বিতর্ক তৈরি হওয়ার জায়গা নেই বলেই তো মনে হয়! সেটা ছবির নতুন গান ‘এক পুরনো মসজিদে’।
নিয়ম মেনেই সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির জন্য সুর বেঁধেছেন অনুপম রায়। গানও লিখেছেন তিনি-ই! তাঁর আর সৃজিতের যুগলবন্দি সব সময়েই বাংলা ছবিকে দিয়েছে মন কেমনের সুর। সেই যুগলবন্দি আর সুরবিন্যাসেরই ফসল ‘এক পুরনো মসজিদে’। যা মূর্ত হয়েছে নচিকেতার কণ্ঠে।
সম্প্রতি গানটির যে ভিডিও মুক্তি পেয়েছে ইউটিউবে, তাতে দেখা যাচ্ছে হিংসা আর রক্তের হোরিখেলা। চলছে মৃত্যুমিছিল। ক্ষমতাকে নিজের স্বার্থে কায়েমি রাখতে, প্রতিপক্ষকে পর্যুদস্ত করতে অলি-গলিতে হেঁটে চলেছে মৃত্যু। আর সেই মৃত্যুমিছিলের শুরুতে এবং শেষে দাঁড়িয়ে রয়েছে জুলফিকর। তার বুকে ছিটকে আসা আগ্নেয়াস্ত্রের গুলিতে গানের শুরু, রক্তের ধারায় কলুষিত বিশ্বাসে গানের শেষ।
নিচের ভিডিওয় ক্লিক করে শুনে নিন গানটি। সাক্ষী থাকুন ‘জুলফিকর’-এর মৃত্যুরহস্যের। মন কেমনের সুর আপনার চোখে জল এনে দেবেই!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.