Advertisement
Advertisement

রাগের মাথায় নুসরতকে থাপ্পড় কষালেন দেব!

সবার সামনেই নুসরতের গালে কেন সপাটে আছড়ে পড়ল দেবের হাতের পাঞ্জা?

Watch The First Trailer Of Dev-Nusrat Jahan Starrer Love Express
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 1:41 pm
  • Updated:August 19, 2016 1:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষ মানুষের মেজাজ সাধারণত রগচটাই হয়! খুব রেগে গেলে গায়ে হাত তোলা আর এমন কী ব্যাপার!

Advertisement

loveexpress1_web
তা না হয় বোঝা গেল! কিন্তু, সবার সামনেই নুসরতের গালে কেন সপাটে আছড়ে পড়ল দেবের হাতের পাঞ্জা?

loveexpress2_web
রাগ তো হওয়ারই কথা! একে বাবা তাড়িয়ে দিয়েছেন বাড়ি থেকে। তার উপর গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনটাও হয়েছে হাতছাড়া! কোনও মতে যখন সিউড়ি পৌঁছনোর চেষ্টা করছেন নায়ক, তখন ভরসা বলতে এক মাতাল অটোওয়ালা! এরকম অবস্থায় কেউ যদি টালবাহানা জোড়ে, হাত ওঠা কি খুব দোষের ব্যাপার?

loveexpress3_web
সে বিচারের দায় সমাজের। আমরা শুধু জানি, রাজীব কুমারের নতুন ছবি ‘লাভ এক্সপ্রেস’-এর চিত্রনাট্যে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা!

loveexpress4_web
ছবির কাহিনি বলছে এমন এক গৃহকর্তার কথা, যিনি ভুলের সীমা ১০০টি পেরিয়ে গেলেই পরিবারের সদস্যদের বের করে দেন বাড়ি থেকে। সেই দোষেই বাড়ি ছাড়তে হয় দেবকে। তার পর বাকিটা লাল আর নীলের গল্প। দুই রঙের পথের মধ্যে দেখা হওয়া এবং বাকিটুকু রঙিন হয়ে ওঠা!

loveexpress5_web
সেই রোম্যান্সের কয়েক ঝলক দেখে নিন নিচের এই ভিডিওয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস