Advertisement
Advertisement
Akshay Kumar and Ileana D'Cruz

স্ত্রীর সঙ্গে অক্ষয়ের রোমান্স ছড়িয়ে গেল ইন্টারনেটে!

ভিডিওয় দেখুন সেই রোমান্সের কয়েক ঝলক। উপভোগ করুন প্রেমমেদুর সুর-সফর।

Akshay Kumar and Ileana D'Cruz redefine romance in song from Rustom'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 5:28 pm
  • Updated:October 27, 2020 8:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বলিউডের এই নায়ককে রোমান্স গোপন করতে কেউ কোনও দিনই দেখেননি! চোখ রাখুন ইন্টারনেটে, দেখতে পাবেন স্ত্রীর সঙ্গে অক্ষয় কুমারের নানা অন্তরঙ্গ মুহূর্তের ছবি।
তবে, এবারে ব্যাপারটা একটু অন্য। কেন না, অক্ষয় কুমারের রোমান্সের যে ভিডিওটি সম্প্রতি ইন্টারনেট মাতিয়েছে, সেখানে স্ত্রীটি টুইঙ্কল খান্না নন!
তাহলে?

Advertisement

rustom1_web
এখানে অক্ষয় কুমারের স্ত্রী ইলিয়ানা ডিক্রুজ! মানে, এই রোমান্সের পুরো ব্যাপারটাই নায়কের নয়া ছবি ‘রুস্তম’-কে কেন্দ্র করে।
সম্প্রতি মুক্তি পেল ‘রুস্তম’-এর নতুন গান ‘তেরে সঙ্গ ইয়ারা’। এই প্রথম যেখানে ধরা দিল রুস্তমের ব্যক্তিগত জীবন।

rustom3_web
গানটিতে দেখা যাচ্ছে, রুস্তমের সঙ্গে তাঁর স্ত্রীর প্রথম দেখার মুহূর্ত। সেখান থেকে প্রেম এবং বিয়ে। নানা অন্তরঙ্গ সময় যাপন এবং মধুর এক পারিবারিক জীবন।
গানটি গেয়েছেন আতিফ আসলম এবং সুর দিয়েছেন অর্কপ্রভ মুখোপাধ্যায়। গানটির কথা লিখেছেন মনোজ মুনতাশির।

rustom2_web
ইতিমধ্যেই বলিউড-সঙ্গীতপ্রেমীদের মনে ঝড় তুলেছে গানটি! বাজি ধরাই যায়, এ বছরের অন্যতম সেরা রোমান্টিক বলিউড-গানের মধ্যে জায়গা করে নিতে চলেছে ‘তেরে সঙ্গ ইয়ারা’।
নিচের এই ভিডিওয় দেখুন সেই রোমান্সের কয়েক ঝলক। উপভোগ করুন প্রেমমেদুর সুর-সফর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ