সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ছিল বৃহন্মুম্বই পুরনিগমের ভোট। ভোটগ্রহণ ঘিরে সকাল থেকেই বিভিন্ন বুথে ভিড় ছিল সেলেব্রিটিদের। শচীন তেণ্ডুলকর, শাহরুখ খান, রণবীর সিং, অনুষ্কা শর্মা-কে ছিলেন না এই তালিকায়। ভোট দেন সকলেই। কিন্তু বিপত্তি হয় বরুণ ধাওয়ানের। ভোট দিতে গিয়ে দেখেন ভোটার লিস্টে নামই নেই তাঁর। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে বেশ আশাহত এই বলিউড তারকা।
সকাল সকাল ভোট দিতে এসেছিলেন বরুণ। কিন্তু পোলিং অফিসাররা ভোটার লিস্টে কোথাও তাঁর নামই খুঁজে পাননি। বরুণ নিজেও বেশ কয়েকবার তালিকাটিতে চোখ বোলান। অগত্যা ভোট না দিয়েই ফিরতে হয় ২৯ বছর বয়সী এই বলিউড তারকাকে।
My name has not shown up in the list unfortunately,its bizarre because I voted last year.Will find out from EC where is my name:Varun Dhawan
— ANI (@ANI_news)
Varun Dhawan arrived to cast his vote at a polling booth in Mumbai, says “upsetting that I couldn’t find my name on the voter list”
— ANI (@ANI_news)
পরে সংবাদসংস্থা ANI কে তিনি জানান, “ঘটনাটি আমার কাছে অদ্ভূত লাগল! গতবারও আমি ভোট দিয়েছি। অথচ এবার ভোটার তালিকায় আমার নামটাই নেই।” তিনি নির্বাচন কমিশনে যাওয়ার কথাও বলেন। তবে বরুণ এবছর ভোট দিতে না পারলেও, সকলে যেন নিজের ভোটটি দেন, তার অনুরোধ করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.