Advertisement
Advertisement

দীপিকার ফিটনেস মন্ত্র কী জানেন? দেখুন ভিডিও

হলিউডে টিকে থাকার লড়াইয়ে প্রস্তুত দীপিকা।

This workout video of Deepika Padukone will amaze you
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2017 3:47 pm
  • Updated:June 30, 2017 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড পার করে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন দুই দেশি গার্ল, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। প্রিয়াঙ্কা অবশ্য শুধুমাত্র হলিউডেই কাজ করে চলেছেন। অন্যদিকে দীপিকা একদিকে যেমন অভিনয় করছেন বলিউডে, তেমনি একের পর এক প্রোজেক্ট সাইন করছেন হলিউডে। সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’র শুটিং শেষ। অন্যদিকে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ইতিমধ্যেই ভাল ব্যবসা করেছে বিশ্বজুড়ে। তার পাশাপাশি ট্রিপল এক্সের পরবর্তী ছবিতে যে দেখা যাচ্ছে দীপিকাকে, তা জানিয়েছেন পরিচালক।

Advertisement

[জানেন, সলমনকে সরিয়ে কে আসছেন বিগ বসের সঞ্চালনায়?]

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ ভিন ডিজেলের বিপরীতে ডেবিউ করেছিলেন দীপিকা। ছবিতে তাঁর ফিটনেস ছিল চোখে পড়ার মতো। সবার নজর যে দীপিকার টোনড বডিতে আটকে গিয়েছিল তা বলাই বাহুল্য। তবে এই বডি পেতে কম কসরত করেন না দীপ্পি। যোগাসনের পাশাপাশি বিভিন্ন রকমের স্কিল শিখেছেন তিনি। রোজ নিয়ম করে জিম করেন অভিনেত্রী। পরের ছবিতে আরও চমক দিতে আপাতত ফিটনেস ট্রেনার ফারহান ঢাল্লার পরামর্শ নিচ্ছেন দীপিকা। সম্প্রতি দীপিকার ট্রেনিং সেশনের একটি ভিডিও আপলোড করেন তাঁর ফিটনেস ট্রেনার। বোঝাই যাচ্ছে হলিউডে টিকে থাকার লড়াইয়ে প্রস্তুত দীপিকা।

[জানেন, এবার কোন নয়া চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?]

A post shared by Farhan Dhalla (@farhandhalla) on

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement