Advertisement
Advertisement

সাদার স্নিগ্ধতায় ভরা আদৃত-কৌশাম্বির রিসেপশন, কাটা হল ওয়েডিং কেক

গত ৯ মে সাত পাকে বাঁধা পড়েছিলেন বাংলা টেলিভিশনের তারকা জুটি।

Wedding Reception of Adrit Roy and Kaushambi Chakraborty
Published by: Suparna Majumder
  • Posted:May 12, 2024 10:08 am
  • Updated:May 12, 2024 5:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাত যেমন কেকেআরের ছিল, তেমনই ছিল আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর (Adrit-Kaushambi)। বাংলা টেলিভিশনের তারকা জুটির ছিল রিসেপশন। সাদা থিমের স্নিগ্ধতায় ভরে উঠেছিল অনুষ্ঠান। কাটা হয় ওয়েডিং কেক। পরে আবার পাপারাজ্জির জন্য পোজও দেন নবদম্পতি।

Advertisement

Adrit Kaushambi 1

মে মাসের ৯ তারিখ আদৃত-কৌশাম্বির চার হাত এক হয়েছে। লাল বেনারসিতে সেজেছিলেন কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। গা ভর্তি সোনার গয়না। টলিপাড়ার মিষ্টি নায়িকাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সহকর্মীরা। বাংলা টেলিভিশনের ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের (Adrit Roy) মুখে তখন মিষ্টি হাসি। তার আগেই অবশ্য গায়ে হলুদ পর্ব সারা।

Adrit Kaushambi Marriage: Adrit Roy ties knot with Kaushambi Chakraborty

[আরও পড়ুন: ‘ফিল্মি’ রাসেলের বলিউড অভিষেক! ‘বালিকা বধূ’র হাত ধরে নাচ কেকেআর স্টারের]

‘মিঠাই’ সিরিয়ালের সৌজন্যে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘উচ্ছেবাবু’ হয়ে গিয়েছেন আদৃত। অন্যদিকে, কৌশাম্বি এখন ‘ফুলকি’ সিরিয়ালে পারমিতার চরিত্রে অভিনয় করছেন। শোনা যায়, ‘মিঠাই’ সিরিয়ালের সময় থেকেই নাকি দুজনের ঘনিষ্ঠতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

চলতি বছরের শুরুতেই আদৃত ও কৌশাম্বির বিয়ের খবর শোনা গিয়েছিল। প্রথমে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিয়ের কথা শোনা যাচ্ছিল। কিন্তু পরে মে মাসকেই বিয়ের জন্য বেছে নেন তারকা জুটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বিয়ের মতো রিসেপশনেও সেজেগুজে এসেছিলেন আদৃত-কৌশাম্বির কাছের মানুষজন। দেখা যায় অভিনেত্রী তৃণা সাহাকে। দুজনের সঙ্গে ছবি শেয়ার করেছেন ধ্রুবজ্যোতি সরকার। ‘ফুলকি’ টিমেরও অনেকে এসেছিলেন বধূবরণের এই অনুষ্ঠানে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

আরও পড়ুন: সুহানা, জুহি, অনন্যাদের সঙ্গে KKR জয়ের সাক্ষী ঋতুপর্ণা, কার কার সঙ্গে হলেন ফ্রেমবন্দি?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ