ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার হয় উর্বশী ঢোলাকিয়ার। বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অভিনেত্রী। উর্বশীর ছেলে ক্ষিতিজই হাসপাতাল থেকে ছবি শেয়ার করে এই খবর জানিয়েছেন।
ঠিক কী হয়েছে উর্বশীর? কাঁধে টিউমার থাকায় ডিসেম্বর মাসের ২৩ তারিখ অস্ত্রোপচার করে তা কেটে বাদ দেওয়া হয়। আপাতত পনেরো দিন থেকে এক মাস পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উর্বশী জানিয়েছেন, “ডিসেম্বর মাসের প্রথম দিকে কাঁধে টিউমার ধরা পড়ে। তাই অস্ত্রোপচার করাতে হল। আমার অপারেশন ঠিকমতো হয়ে গিয়েছে। আপাতত কুড়ি দিন বেড রেস্টে থাকতে হবে।” উর্বশীর ছেলের শেয়ার করা ছবিতেই দেখা গেল, অভিনেত্রীর কাঁধে ব্যান্ডেজ, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়াল মানেই ‘কমোলিকা’র ছলচাতুরি আর ফন্দি-ফিকির। আর টিভির পর্দায় চোখ রাখা দর্শকদের শাপ-শাপান্ত। এই খলনায়িকা ছিলেন তাঁদের দু চোখের বিষ! দু দশক আগের সেই ধারাবাহিকে আজও উর্বশী ঢোলাকিয়াকে মনে রেখেছেন দর্শকরা। সেই অভিনেত্রীর অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন দর্শকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.