Advertisement
Advertisement
Shruti Das

‘মিনি হানিমুন’-এ প্রেমই প্রেম, শ্রুতিকে বিশেষ উপহার স্বর্ণেন্দুর, লিখলেন প্রেমপত্র

'রাঙা বউ'কে কী লিখলেন?

Swornendu Samaddaar wrote love letter Shruti Das | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 16, 2023 1:03 pm
  • Updated:July 16, 2023 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাদনাতলা ছিল না। ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশন। শুধু ছিল কাছের কয়েকজন মানুষ। তাঁদের উপস্থিতিতেই আইনি বিয়ে সারেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। তারপর ‘মিনি হানিমুন’। ডেস্টিনেশন কোথায়, তা এখনও জানা যায়নি। তবে প্রেমে ভরা পোস্ট দিয়েছেন শ্রুতি। আর তাতেই শেয়ার করেছেন স্বর্ণেন্দুর দেওয়া উপহার আর আর প্রেমপত্র।

Advertisement

Shruti-Swarnendu-1

ভালবাসার চিহ্নে ভরা এক হার শ্রুতিকে উপহার হিসেবে দিয়েছেন স্বর্ণেন্দু। অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে পরিচালক লেখেন, “আমি পারফেক্ট নই। তোমায় সবসময় বিরক্ত করি, ভুলে যাই, বোকা বোকা কাজকর্ম করে ফেলি আরও অনেক কিছু…কিন্তু আমি তোমায় যতটা ভালবাসি আর কেউ অতটা ভালবাসতে পারবেন না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’-এর মাঝেই ‘জওয়ান’ শাহরুখের এন্ট্রি, কী হাল ভক্তদের? দেখুন]

‘ত্রিনয়নী’ ধারাবাহিক থেকে বাংলা টেলিভিশনের জগতে সফর শুরু করেন শ্রুতি (Shruti Das)। সিরিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু (Swornendu Samaddaar)। এর আগে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রুতি জানিয়েছিলেন, তাঁকে নাকি স্বর্ণেন্দু প্রথমে বিশেষ পছন্দ করতেন না। কিন্তু নিয়তি দু’জনের জন্যই অন্য গল্প সাজিয়ে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে স্বর্ণেন্দু হয়ে ওঠেন শ্রুতির ‘বাবি’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এখন স্বর্ণেন্দুর পরিচালনা ও প্রযোজনাতেই ‘রাঙা বউ’ শ্রুতি। প্রেম নিয়ে কখনই লুকোছাপা করেননি অভিনেত্রী-পরিচালক। তবে বিয়েটা চুপিসারেই সেরে ফেলেছেন। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যখন শ্রুতি ও স্বর্ণেন্দু দু’জনেই শুধু ফেসবুকের স্ট্যাটাস পালটেছেন।

[আরও পড়ুন: যিশুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু কাজলের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement