সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে শাড়ি। লাবণ্য-অভিজাত্যে পরিপূর্ণ চেহারা। কপালে সিঁদুরে টিপ। শক্ত করে বাঁধা খোঁপা… দেড় দশক আগে ‘সংস্কারি তুলসী ভিরানি’র এহেন লুকই আদ্যোপান্ত ভারতীয় নারীর সমার্থক হয়ে উঠেছিল। তবে অভিনেত্রী পরবর্তীতে রাজনীতির রঙ্গমঞ্চে পা বাড়নোয় সেই ইমেজে ভাঁটা পড়ে! এবার ফের একবার একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন স্মৃতি ইরানি, সেই খবর আগেই মিলেছিল। এবার ‘পরিণত’ তুলসী লুকে ধরা দিয়ে ‘কিঁউ কি…’ ধারাবাহিকের নস্ট্যালজিয়া ফেরালেন দুঁদে নেত্রী।
২০০০ সাল। একতা কাপুরের ‘কে’ সিরিজে ঝড় তুলে দিয়েছিল এক নতুন ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। তুলসী-মিহিরের দাম্পত্য, সংসারযাপনের কাহিনি হয়ে উঠল দর্শকদের অন্দরমহলের চর্চার বিষয়। এরপর আট বছর টেলিদুনিয়ায় রাজত্ব করে ২০০৮ সালে সেই সিরিয়াল সম্প্রচার বন্ধ হয়। এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। আর সেই সঙ্গেই একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন ‘তুলসী ভিরানি’ ওরফে স্মৃতি ইরানি। সোমবার সেই সিরিয়ালের লুকেই ধরা দিলেন অভিনেত্রী। ১৭ বছর বাদে কেমন লাগছে ‘তুলসি ভিরানি’কে দেখতে? দর্শক-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এদিন সেই জল্পনার অবসান ঘটিয়ে তুলসী লুকে সামনে এলেন স্মৃতি। মাঝখানে প্রায় দু’দশকের ব্যবধান হলেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তুলসীর সংস্কারি লুক। শুধু বার্ধক্যের প্রভাব, এই যা! যদিও নির্মাতাদের তরফেই এই ছবি ফাঁস করা হয়েছে কিনা, তা নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে। তবে এতগুলো বছর বাদে তুলসীকে দেখে নস্ট্যালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। যেন ‘ঘরের মেয়ে ঘরে ফিরল’।
আর নেত্রী যখন সেটে, তখন অতিরিক্ত নিরাপত্তা থাকবে, সেটাই স্বাভাবিক। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘কিঁউ কি…’র সিক্যুয়েল ধারাবাহিকের শুটিং ফ্লোরে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে স্মৃতি ইরানির নিরাপত্তার দিকে। জেড প্লাস নিরপত্তা বলয়ে শুটিং করছেন তিনি। শুধু তাই নয়, দুঁদে নেত্রীর জন্য ফ্লোরে নাকি ফোন ব্যবহারও নিষিদ্ধ হয়েছে বাকিদের। স্মৃতি এবং একতা ছাড়া ইউনিটের সকলের ফোনই নাকি ট্যাপ করা হচ্ছে। তবে দ্বিতীয়বার টেলিপর্দায় পা রেখে কিন্তু চড়া পারিশ্রমিক হাঁকিয়েছেন স্মৃতি ইরানি। গুঞ্জন, ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি ২’তে অভিনয় করার জন্য দিনপ্রতি ১৪ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন নেত্রী-অভিনেত্রী!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.