Advertisement
Advertisement
Salman Khan-Bigg Boss

‘বিগ বস’-এর শুটিংয়েও তাড়া করছে হামলার আশঙ্কা! বাড়ল সলমনের নিরাপত্তা

বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সলমনের জন্য।

Salman Khan's security enhanced, no live audience on Bigg Boss 19

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:September 10, 2025 2:12 pm
  • Updated:September 10, 2025 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’র ঘরে বাড়ল সলমন খানের নিরাপত্তা। এর আগে যেভাবে বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন ভাইজান তার কারণেই এই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সলমনের জন্য। শুধু তাই নয়, বন্ধ করা হয়েছে ‘বিগ বস’র ঘরে ভক্তদের সঙ্গে সলমনের দেখা করার সুবিধাও।

Advertisement

শোনা যাচ্ছে, ‘বিগ বস’র প্রযোজনা সংস্থার তরফে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘গত আড়াই বছরে সলমন খানের উপর যেভাবে প্রাণনাশের হুমকি এসেছে তাতে আমরা তাঁর নিরাপত্তা বাড়াতে তৎপর হয়েছি। এমনকি এখন ভক্তদের সঙ্গে সলমনের সরাসরি দেখা করার সুবিধাও বন্ধ করেছি। শোয়ে আসা সকলের সঙ্গে ও শুটিং ফ্লোরের সকলের প্রতিও নজরদারি রাখা হচ্ছে। আমরা সলমনের নিরাপত্তায় কোনও আপোস করতে চাই না।’

উল্লেখ্য, গত বছর থেকে নিজের নিরাপত্তা আর জোরদার করতেই বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন ভাইজান। নিরাপত্তা বলয়ে মুড়ে যে কোনও জায়গাতে যান তিনি। এবার সলমনের সেই নিরাপত্তা বাড়ল ‘বিগ বস’ ১৯ এর ঘরে। গত আগস্ট থেকে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ‘বিগ বস’ সিজন ১৯ এর পথ চলা। প্রতি সজনের মতো এবারেও সঞ্চালকের ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শক সুপারস্টারকে। শুধু তাই নয়, কয়েক সপ্তাহে জমে উঠেছে তাঁর এই শো। আগামীতে
আরও টুইস্টের জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement