Advertisement
Advertisement
Aindrila Serial Jiyon Kathi

জাহ্নবী হয়ে ছোটপর্দায় ফিরছেন ঐন্দ্রিলা, আবারও শুরু হচ্ছে ধারাবাহিক ‘জিয়নকাঠি’

প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো।

Repeat telecast of Jiyon Kathi serial in memory of Aindrila Sharma | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 3, 2022 2:12 pm
  • Updated:December 3, 2022 2:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজকার মেডিক্যাল বুলেটিন নেই, হাসপাতালে ছোটাছুটি নেই, নেই অপেক্ষা। আছে শুধু স্মৃতি। ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মিষ্টি হাসির স্মৃতি। সেই স্মৃতি ফিরছে ছোটপর্দায়। সান বাংলায় আবারও শুরু হচ্ছে অভিনেত্রীর জনপ্রিয় ধারাবাহিক ‘জিয়নকাঠি’। 

Advertisement

Aindrila

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন হাওড়ার বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন ক্যানসারজয়ী ঐন্দ্রিলা। প্রায় গোটা বাংলা মিষ্টি মেয়েটির জন্য প্রার্থনা করেছিল। বাদ যাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো টলিউড তারকারা। কিন্তু শেষরক্ষা হয়নি। গত ২০ নভেম্বর ১২.৫৯ মিনিটে প্রয়াত হন অভিনেত্রী। সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা।  অনেকেই কে কুর্নিশ জানিয়েছেন। 

[আরও পড়ুন: গতে বাঁধা ছক ভেঙে দর্শকদের মন জয়ের চেষ্টা আয়ুষ্মানের, কেমন হল ‘অ্যান অ্যাকশন হিরো’? ]

তারাদের দেশে ঐন্দ্রিলা। তবে তাঁর স্মৃতি তো রয়েছে। সেই স্মৃতিই সম্বল। তাই সান বাংলা চ্যানেলে ফিরছে ‘জিয়ন কাঠি’ (Jiyon Kathi)।  ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর ধারাবাহিকটি শুরু হয়। যাতে জাহ্নবীর ভূমিকায় অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। প্রথমে তাঁর বিপরীতে নায়ক হিসেবে দেখা গিয়েছিল জয় মুখোপাধ্যায়কে। কিন্তু শুটিংয়ের মাঝেই অশান্তি হয়েছিল। ঐন্দ্রিলাকে মারধরের অভিযোগ উঠেছিল জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই ঝামেলার জল গড়িয়েছিল থানা পর্যন্ত। ঝামেলার জেরেই জিয়নকাঠি ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন জয়। তাঁর বদলে ঐন্দ্রিলার বিপরীতে দেখা যায় সোমরাজ মাইতিকে।

Jiyon-Kathi

২০২১ সালের ১৮ এপ্রিল শেষ হয় ‘জিয়ন কাঠি’। ২০২২ সালের ৫ ডিসেম্বর অর্থাৎ ঐন্দ্রিলার প্রয়াণের সপ্তাহ দু’য়েক পরই সান বাংলায় ফের দেখা যাবে ধারাবাহিকটি। আবারও ঐন্দ্রিলার হাসিমুখে ভরে যাবে ছোটপর্দা। রোজ বিকেল সাড়ে পাঁচটা থেকে দেখা যাবে ‘জিয়নকাঠি’। তাতেই আবার জাহ্নবী হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘সার্কাস’ ছবিতে ডাবল রোলে রণবীর, ট্রেলারের বিশেষ চমক দীপিকা পাড়ুকোন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ