সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাওয়ারিয়া’ ছবির রণবীর নাকি টেলিপাড়ার নীল! নেটদুনিয়ায় তুমুল চর্চা। নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম শুরু দিনেই এক ঝটকায় নজর কেড়ে নিল।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সোমবার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম। কৃষ্ণকলি ধারাবাহিকের বহুদিন বাংলা মিডিয়ামের হাত ধরে জুটি বাঁধছেন নীল ও তিয়াসা। এই জুটিকে ফের একসঙ্গে দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন দর্শকরা। তাই তো ছবির ঝলক প্রকাশ পেতেই হইচই পড়ে যায়। তবে সেই হইচইকে যেন ছাপিয়ে গেল এই ধারাবাহিকে নীলের এন্ট্রি। খালি গাল, শুধমাত্র সাদা তোয়ালে পরে নীলের সুঠাম দেহ নজর কাড়ল মহিলা ফ্যানদের। এক ঝলকেই যেন বাজিমাত করে ফেললেন অভিনেতা নীল। অনুরাগীরা তো নীলের এই এন্ট্রি দেখেই বাংলা মিডিয়াম সিরিয়াল দেখার জন্য উৎসাহী হয়ে উঠেছেন।
কীরকম গল্প বলবে এই ধারাবাহিক? প্রোমোতে দেখা গিয়েছে, বাংলা মিডিয়ামে পড়া তিয়াসা গ্রামের মেয়ে। সেই গ্রামেই বাচ্চাদের বিজ্ঞান পড়ায়। একদিন শহরের খ্যাতনামা ইংরাজি মিডিয়াম স্কুলে চাকরির অফার আসে তার কাছে। সেই স্কুলের মালিক নীল। বাংলা আর ইংরাজি মিডিয়াম মুখোমুখি হলে ঠিক কী ঘটবে তা নিয়ে জমে উঠবে নীল ও তিয়াসার নতুন এই ধারাবাহিক।
‘কৃষ্ণকলি’ (Krishnakali) ধারাবাহিক থেকে দর্শকদের মন জয় করেছিলেন নীল-তিয়াসা। সেই জুটিকে ফের একবার দেখা যাবে ছোটপর্দায়। ধারাবাহিক নিয়ে জি বাংলা ও স্টার জলসার মধ্যে হামেশাই লড়াই চলতে থাকে। দর্শককে ধরে রাখতে এই দুই চ্যানেলই নানারকম ফন্দি আঁটতে শুরু করে। দেখা গিয়েছে, কোনও ধারাবাহিক শেষ হলে, অপর চ্যানেল সেই ধারাবাহিকের হিট জুটিকে নতুন কাজের জন্য সই করিয়ে ফেলেন। যেমনটি ঘটেছে ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা-মাম্পি জুটিকে নিয়েও। আর সেটাই এবার ঘটবে নীল ও তিয়াসার সঙ্গে।
View this post on Instagram
ইতিমধ্যেই প্রোমোটি প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। তবে নেটিজেনদের একাংশের অনুরোধ ধারাবাহিকের বিষয়বস্তু যেন পরে বদলে না যায়। ছোটপর্দায় তিয়াসা ও নীল জুটিকে দেখার জন্য যে অধীর আগ্রহে বসে আছেন সিরিয়ালপ্রেমী মানুষ, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের উৎসাহ দেখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.