সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর সম্প্রতি লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তন করেছেন মধুবনী গোস্বামী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে অভিনয় করছেন তিনি। দিন কয়েক আগেই টেলিপর্দায় ফেরার কথা জানিয়েছিলেন মধুবনী। তবে বুধবার এক পোস্টে রীতিমতো বোমা ফাটালেন! যার জন্য আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রাজা গোস্বামী এবং মধুবনী।
ফেসবুকে অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাঁর বেবি বাম্প স্পষ্ট। মধুবনীর স্ফীতোদরের সামনে বসে রয়েছেন স্বামী রাজা। টেলিপর্দার তারকাদম্পতির চোখেমুখে একরাশ উচ্ছ্বাস। যেন কোনও নতুন সুখবর দেওয়ার অপেক্ষায় তাঁরা। যদিও বাবা-মা হিসেবে সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন কিনা, সেই জল্পনা আপাতত জিইয়ে রেখেছেন তাঁরা। তবে অভিনেত্রীর এক পোস্টে নেটভুবন আপাতত তোলপাড়! ঠিক কী লিখেছেন ওই পোস্টে?
মধুবনীর মন্তব্য, “আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। একদমই না। তবে জীবন আমাদের নিজের মতো করে সারপ্রাইজ উপহার দিয়েছে। বৃহস্পতিবার আমরা একটা বড় ঘোষণা করব ভিডিওর মাধ্যমে। তবে আবারও বলছি, আমাদের কিন্ত কোনও পরিকল্পনাই ছিল না। সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাই হোক, বিষয়টা যখন হচ্ছে তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামীকালই তোমাদের আনুষ্ঠানিকভাবে জানাব।” আর সেই পোস্ট থেকেই জল্পনার সূত্রপাত, তাহলে কি দাদা হিসেবে কেশবের প্রোমোশন হচ্ছে?
প্রসঙ্গত, মধুবনীকে বর্তমানে কমলিনীর পক্ষের উকিল হিসাবে দেখা যাচ্ছে। বলে রাখা ভালো এই ধারাবাহিকে প্রথম থেকেই রয়েছে মধুবনীর স্বামী রাজা গোস্বামী। তাঁকে পর্দায় কমলিনীর ছোট ছেলের ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শক। এবার সেই ধারাবাহিকেই কমলিনীর আইনজীবীর চরিত্রে মধুবনী গোস্বামী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.