সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কিছুদিন। শহরে দিকে দিকে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি। পুজোর কাউন্টডাউনের মাঝেই অফিশিয়ালি দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয় মহালয়ার ভোর থেকে। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ প্রতি বছর তাতে এক আলাদা মাত্রা যোগ করে। সঙ্গে টেলিভিশনের পর্দাতেও মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানে থাকে নানা চমক। এ বছরও তার ব্যতিক্রম নয়। এবার জি বাংলার মহিষাসুরমর্দিনীতে চমক দেবেন ইধিকা পাল।
প্রতি বছরই পর্দায় মা দুর্গা কে হবেন তা নিয়ে একটা কৌতূহল থাকেই। এবার দুর্গা রূপে এই প্রথমবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে ইধিকাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তারই প্রোমো। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। জি বাংলার এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘জাগো মা জাগো দুর্গা।’
View this post on Instagram
ছোট পর্দার মাধ্যমে জার্নি শুরু করলেও একে একে দুই বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছেন ‘প্রিয়তমা’। বড় পর্দায় জার্নি শুরু করেছেন সুপারস্টারদের সঙ্গে। একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় নজর কেড়েছেন তিনি। তবে এবার তাঁকে এই রূপে দেখেও মন ভোরে গিয়েছে সকলের। তাঁর পোস্টে উপচে পড়েছে একের পর এক কমেন্ট। কেউ লিখেছেন, ‘অনবদ্য, এবারের কনসেপ্টটা খুব সুন্দর, নারীত্বের অবমাননা এবং তা প্রতিহত করতে দেবী শক্তির আবির্ভাব।’ কেউ আবার লিখেছেন, ‘অসাধারণ মহালয়া’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.