Advertisement
Advertisement

Breaking News

ফুটবলার প্রবীর দাসের সঙ্গে ‘লাভ ট্রিপে’ গীতশ্রী, ‘বিয়ে কবে?’ ‘রাশি’কে প্রশ্ন ভক্তদের

প্রবীরের সঙ্গে গীতশ্রীর ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।

Geetashree roy going to be married with footballer boyfriend Prabir-das| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 12, 2023 3:27 pm
  • Updated:July 12, 2023 3:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনামিকা,উদয় প্রতাপ সিং, শ্রুতির পর এবার বোধহয় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাশি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাসের সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর এবার গীতশ্রীর বিয়ের তৈয়ারি! তবে এই বিয়ের কথা টলিপাড়ার গুঞ্জনে উড়তে থাকলেও, গীতশ্রী কিন্তু এই বিয়ে নিয়ে স্পিকটি নট। আর এত সবের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রেমিক প্রবীর দাসের সঙ্গে ঘোরার ছবি পোস্ট করছে গীতশ্রী। যেখানে ধরা পড়েছে গীতশ্রী ও প্রবীরের আদুরে প্রেম। তবে শুধু গীতশ্রী নয়, ছবি ও ভিডিও শেয়ার করেছেন প্রবীর দাসও।

Advertisement

বেশ কয়েকদিন আগে ফুটবলার প্রবীর দাসের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী তনুশ্রী দাস। সেই নিয়ে এক সাক্ষাৎকারে গীতশ্রী জানিয়ে ছিলেন, ”প্রবীর খুব ভালমানুষ। ওর বিরুদ্ধে সব অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। আপাতত শুধুই ভবিষ্যতের কথা ভাবতে চাই।”

[আরও পড়ুন: ‘ইংরেজি বলা গসিপ আন্টি, ফিল্ম মাফিয়া…’, সোনম কাপুরের সঙ্গে ‘চুলোচুলি’ কঙ্গনার!]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: অগ্নিগর্ভ ফ্রান্সে ‘একা’ আটকে উর্বশী রাওতেলা! মেয়ের চিন্তায় ভারতে বসে আতঙ্কিত পরিবার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ