Advertisement
Advertisement
Dipika Kakar

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই ফের দীপিকার স্বাস্থ্যের অবনতি! নতুন কোন জটিলতা?

ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি চিন্তার ভাঁজ ফেলছে।

Dipika Kakar catches viral infection amid targeted therapy for liver cancer, says it’s taking a toll
Published by: Arani Bhattacharya
  • Posted:September 2, 2025 8:30 pm
  • Updated:September 2, 2025 8:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসে দ্বিতীয় ধাপের লিভার ক্যানসার ধরা পড়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের। এরপর দীর্ঘ চিকিৎসার পর বেশ কিছুটা সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। টানা এগারো দিন জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন দীপিকা। তখন খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেও, ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি চিন্তার ভাঁজ ফেলছে।

Advertisement

হাসপাতাল থেকে ফিরে আসার কিছুদিন পড়ে গত জুলাই মাস থেকে শুরু হয় দীপিকার টার্গেটেড থেরাপি। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তিনি যে বেশ চিন্তিত তা জানিয়েছিলেন আগেই। এই চিকিৎসা পদ্ধতি বেশ জটিল। এর মাঝেই হঠাৎ ভাইরাল ফিভারে আক্রান্ত হন তিনি। সাম্প্রতিককালে নিজের একটি ভ্লগে দীপিকা জানান, “শরীর আচমকাই খুব খারাপ। আমার স্বাস্থ্যের অবনতি হয়েছে। কড়া ওষুধ চলছে। আমি একদমই ভালো নেই। আশা রাখি খুব তাড়াতড়ি সেরে উঠব।”

হিন্দি ছোটপর্দার চেনা মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভোপালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাঁদের। তারই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মনখারাপ তাঁর অনুরাগীদের। কোলের সন্তান। এখনও সে স্তন্যপান করে। মাকে ছাড়া যেন একমুহূর্তও চলে না একরত্তির। আর এরই মাঝে অভিনেত্রীর জীবনে নানা বিপত্তি রীতিমতো দুঃসময় ঘনিয়ে এনেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ