অরণী ভট্টাচার্য: শিল্পকলায় নিজ নানা যুক্তি ও ভাবনা যোগ করে তাঁকে নতুন রূপ দেওয়া নতুন কোনও বিষয় নয়। যুগ যুগ ধরে চলে আসা নাচ, গান, আবৃত্তি বা বাদ্যযন্ত্রে বহু পরিবর্তন এনে তা নতুনভাবে দর্শক ও শ্রোতাদের সামনে তুলে ধরা হয়েছে। কখনও তা সমাদর পেয়েছে। কখনও তা আবার পড়েছে তুমুল সমালোচনার মুখে। এবার ঠিক সেই সমালোচনার মুখে পড়েছে জনপ্রিয় বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের বিশেষ পারফরম্যান্স। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ নতুনভাবে উপস্থাপনার চেষ্টা একেবারেই ভালোভাবে নেননি বাঙালি দর্শক। এহেন ‘এক্সপেরিমেন্ট’ তাঁদের ভাষায় একেবারেই কাম্য নয়। এই উপস্থাপনার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্তও। এই সমালোচনার ঝড়ে রোষের মুখে পড়েছেন তিনিও। এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে।
এই সমালোচনা ও তুমুল বিতর্ক নিয়ে অভিনেত্রী বলেন, “বাঙালি রবীন্দ্রনাথ পড়েছেন। এটাই বাঞ্ছনীয়। সেজন্যই সমালোচনা করছেন। কিন্তু আপামর বাঙালি রবীন্দ্রনাথের লেখা পড়েছেন। রবীন্দ্রনাথকে নিয়ে ক’জন বাঙালি পড়েছেন এটা আমার একটু সন্দেহ রয়েছে। এই নিয়ে যা যা প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলির জবাব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দিয়ে গিয়েছেন। এক্ষেত্রে শুধু ওনার লেখা পড়লে হবে না। ওনার সম্পর্কে পড়লে সেটা জানা যাবে। তাই আমি সবাইকে বলব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়লেই এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সকলে। আসলে সমস্যা হিন্দি গানটা নিয়ে। কিন্তু ওনার পরিবারে নিয়মিত উর্দু ও ফারসি ভাষার কবিদের বৈঠক বসত। বাঙালি বোধহয় এই পড়াশোনাগুলো করেননি যে, উর্দু থেকেই হিন্দি এসেছে। কাজেই এই পড়াশোনাগুলো বাঙালি করে নিলে ভালো হয়।” একই সঙ্গে মমতা শঙ্করের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে দেবলীনা এও জানান, “মম দি ঠিকই বলেছেন। আমি প্রত্যক্ষদর্শী। ওইদিন উনি ওই পারফরম্যান্স দেখে যা যা বলেছিলেন তা রাখা হয়নি। কেটে দেওয়া হয়েছে।”
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। কিংবদন্তি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর সেদিন সেই বিশেষ পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মঙ্গলবার একটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, “আমি কীভাবে সবার কাছে প্রমাণ করব জানি না। যাঁরা আমাকে চেনেন তাঁরা হয়তো বুঝবেন আমি যেটা মন থেকে বিশ্বাস করি তা আমি বিশ্বাস করি। আপনারা সম্প্রতি একটি পর্ব দেখেছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর। আমি একেবারেই সেদিন সেটা পছন্দ করিনি। এমনকী আমি সেটা মঞ্চে ওই উপস্থাপনার পর বলেছি। কিন্তু সম্প্রচারের পর দেখলাম আমার সেই অংশটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে।” এই ঘটনার পর রীতিমতো ঝড় উঠেছে সোশাল মিডিয়াতেও। ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.