Advertisement
Advertisement
Jawan Bengali TV stars

‘জওয়ান’ জ্বরে কাবু টেলিপাড়া, হলের বাইরে ‘রাঙাবউ’, ‘ছলেয়া’ হয়ে নাচ ‘ফুলকি’র রোহিতের

'গাঁটছড়া'র অনিন্দ্য আবার 'শাহরুখ ভক্ত' টি-শার্ট পরে হাজির।

Bengali Tv stars like Shruti, Abhishek, Anindya in Shah Rukh Khan's Jawan fever | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 8, 2023 5:04 pm
  • Updated:September 8, 2023 5:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আট থেকে আশি সকলের মুখে একটাই শব্দ ‘জওয়ান’ (Jawan)। বাংলার টেলিপাড়াই বা কম যায় কেন? সেখানেও তো শাহরুখের একাধিক ‘জাবড়া ফ্যান’ রয়েছে।

Advertisement

Shah Rukh Khan's Jawan doing well in Bengal Box office

ভারতলক্ষ্মী স্টুডিওতে হয় ‘রাঙাবউ’ সিরিয়ালের শুটিং। সামনেই নবীনা সিনেমা হল। তুমুল চিৎকার। শাহরুখ… শাহরুখ…। আবার চিৎকার জওয়ান… জওয়ান…। এমন অবস্থায় শুটিংয়ে কি আর মন টেকে? শ্রুতির তো একদমই নয়। তাই তো স্টুডিওর বাইরে এসে ‘জওয়ান ফিভার’-এর সাক্ষী হলেন অভিনেত্রী। আর সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘জওয়ান’-এর জন্য শাহরুখ একাই নিয়েছেন ১০০ কোটি! আর কে কত টাকা পেয়েছেন? ]

শাহরুখ খানের ছবি, আর একটা নাচ হবে না? আলবাৎ হবে। ‘ফুলকি’র শুটিংয়ের ফাঁকেই ছাদে চলে যায় রোহিত অর্থাৎ অভিষেক। সেখানেই চোখে রোদচশমা পরে ‘ছলেয়া’ গানে নাচতে শুরু করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

রাতের বেলা না ঘুমিয়ে সকাল ৫ টায় নিউটাউনে মীরাজ সিনেমায় ‘জওয়ান’ দেখে ফেললেন টেলিপর্দার জনপ্রিয় জুটি নীল-তৃণা। এদিকে ‘শাহরুখ ভক্ত’ লেখা টি-শার্ট পরে ছবি শেয়ার করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ক্যাপশনে ‘গাঁটছড়া’ খ্যাত তারকা লিখেছেন,
“গত ১৫ বছরে অনেক কিছুই মিস করেছি। ডেট এ যাব বলে যেতে পারিনি, মিস করেছি। ইএমআই মিস করেছি। ডিরেক্টর বা প্রোডিউসারকে সময় মতন ফোনব্যাক করতে পারিনি, সিনেমা মিস করেছি। কিন্তু কোন ফ্লাইট মিস করিনি, কোন ট্রেনও মিস করিনি। আর শাহরুখ খানের সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করিনি। আর টিশার্টের লিঙ্ক কমেন্ট বক্সে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘খোকার ভবিষ্যদ্বাণীই সত্যি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর সংলাপেই ‘জওয়ান’ শাহরুখের প্রশংসা সৃজিতের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ