সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতারে কাতারে মানুষ রাস্তায়। কোলের শিশুকন্যা, তরুণী, বাড়ি বউমা, শাশুড়ি, দিদা, মা, কাকিমা, জেঠিমা, কেউ বাদ ছিল না। ১৪ আগস্টের রাতে তিলোত্তমার বুকে প্রতিবাদের জনজোয়ার। পুরুষরাও পাশে দাঁড়িয়ে দিয়েছেন স্লোগান। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে যখন গোটা রাজ্য তোলপাড়, সেই সময় খুশির খবর বাংলা টেলিভিশনের তারকা দম্পতি প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদারের জীবনে। মা হলেন প্রীতি। কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান।
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রং রুট’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন রাহুল-প্রীতি। সেই থেকে বন্ধুত্ব। তার পর ঘনিষ্ঠতা। ২০২০ সালে বিয়ে করেন দুজন। বাংলা টেলিভিশনে বহুদিন ধরে কাজ করছেন তারকা দম্পতি। প্রীতিকে শেষবার দেখা গিয়েছিল ‘বালিঝড়’ সিরিয়ালে। রাহুল ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শংকর হয়ে নজর কাড়েন। কিন্তু এখন আর তিনি সেই ধারাবাহিকের সঙ্গে যুক্ত নন।
গত ১৭ জুন সাধ খাওয়ার ছবি শেয়ার করেছিলেন প্রীতি। অভিনেত্রীকে সাধ দিয়েছিলেন টলিপাড়ার তারকা যুগল কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। “কেউ কেউ ধন্যবাদের থেকেও অনেক বেশি কিছু ডিজার্ভ করে…যেমন তোমরা! আমার মনে তোমাদের জন্য বিশেষ জায়গা রয়েছে। তুমি (কৌশানী), বনি আর কাকু আমার জন্য যা করেছো… সমস্ত কিছুর জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই এই সুন্দর বেবি শাওয়ার থালির জন্য মাসির ধন্যবাদ প্রাপ্য। তোমাদের খুব খুব ভালোবাসি”, সাধের ছবি পোস্ট করে লেখেন প্রীতি।
View this post on Instagram
১৪ আগস্ট সন্তানের জন্মের খবর দিয়ে প্রীতি ও রাহুল লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মেয়ে এ পৃথিবীতে এসেছে। আমাদের খুশির ঠিকানা নেই, জীবনের এক নতুন অধ্যায় অভিভাবক হিসেবে শুরু করলাম।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.