Advertisement
Advertisement

Breaking News

Saoli Chattopadhyay

সাতপাকে বাঁধা পড়লেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের রাধারানি, পাত্র কে জানেন?

রবিবারই শাঁওলির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী ইশানী।

Bengali actress Saoli Chattopadhyay got married | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 27, 2022 3:17 pm
  • Updated:November 27, 2022 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতপাকে বাঁধা পড়লেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের রাধারানি নস্কর ওরফে অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় (Saoli Chattopadhyay)। পাত্রের নাম প্রতীক দত্ত। যাঁর সঙ্গে আবার অনির্বাণ ভট্টাচার্য ‘মন্দার’-এর মতো সিরিজের যোগসূত্র রয়েছে।

Advertisement

Saoli Chattopadhyay

গত কয়েকদিন ধরেই আইবুড়ো ভাত খাওয়ার ছবি দিচ্ছিলেন শাঁওলি। তাতেই বোঝা যাচ্ছিল শুভক্ষণ আসন্ন। এবার শাঁওলি ও প্রতীকের বিয়ের ছবি এল প্রকাশ্যে। ‘রহস্য রোমাঞ্চ’ নামের সিরিজে অভিনয় করেছিলেন শাঁওলি। বেশ কয়েকটি বাংলা সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। তবে থিয়েটারের সঙ্গে অভিনেত্রী বহুদিন ধরেই যুক্ত। বাংলা টেলিভিশনের দর্শক শাঁওলিকে চেনেন রাধারানি নস্কর হিসেবে। আলতা ফড়িংয়ের মা হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

[আরও পড়ুন: রিচার গালওয়ান মন্তব্যের নিন্দায় অক্ষয়-অনুপম, অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে পালটা প্রকাশের]

অন্যদিকে প্রতীক দত্ত পোস্ট অফিসে চাকরি করলেও বাংলা থিয়েটার জগতের চেনা মানুষ। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন প্রতীক। শোনা গিয়েছে, ‘বল্লভপুরের রূপকথা’ ছবির সঙ্গেও সৃজনশীলভাবে যুক্ত ছিলেন তিনি। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাঁওলি জানান, ২০১৩ সালে তাঁর সঙ্গে প্রতীকের আলাপ হয়। ‘নান্দীপট’-এর হয়ে ‘বল্লবপুরের রূপকথা’ নাটকে একসঙ্গে কাজ করার সময়। তবে সে সময় বিষয়টি শুধুমাত্র আলাপের স্তরেই ছিল। প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে। তবে তা কখন, কীভাবে তা বলা মুশকিল।

Saoli Chattopadhyay 1

চলতি বছরের শুরুতেই বিয়ের সিদ্ধান্ত নেন শাঁওলি ও প্রতীক। সাতপাকে বাঁধা পড়লেন নভেম্বরের শেষে। রবিবার সকালে দু’জনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী ইশানী সেনগুপ্ত। ছাই রঙের শাড়িতে সেজেছিলেন শাঁওলি। পাশে ম্যাচিং পাঞ্জাবিতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন প্রতীক। ছবি দেখে মনে হচ্ছে, বাড়তি আড়ম্বর নয়, ভালবাসার জোরেই একে অন্যের কাঁধে হাত রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেছেন দু’জনে।

[আরও পড়ুন: সিনেমার ব্যাকরণ ভাঙতে পারল ঋতুপর্ণা-শাশ্বত-পরমব্রতর ‘মহিষাসুরমর্দ্দিনী’? পড়ুন রিভিউ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement