সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বসের ঘর মানেই নানা কাণ্ড। এমনকী, বিগ বসের ঘরে ঢুকেই সুখের দাম্পত্যে অশান্তির আগুন লেগে যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে ভিকি জৈনকে নিয়ে বড় বড় কথা বলেছিলেন অঙ্কিতা লোখান্ডে। সেই ভিকিই এখন চক্ষুশূল! হ্যাঁ, বিগ বসের অন্দরে অঙ্কিতা ও ভিকির দাম্পত্য কলহই এখন মূল ফোকাস। কিন্তু এরই মাঝে কাহিনিতে টুইস্ট। বিগ বসের ঘরে আচমকাই প্রেগনেন্সি টেস্ট করলেন অঙ্কিতা। ব্যস, ছড়িয়ে পড়ল অঙ্কিতার মা হওয়ার খবর।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক সপ্তাহ ধরে বিগ বসের ঘরে মেজাজ হারাচ্ছেন অঙ্কিতা। ফলে স্বামীর ভিকির সঙ্গে তুমুল অশান্তিতে জড়িয়ে পড়ছেন। ভিকিরও মাথা গরম। তাই সেই অশান্তি যাচ্ছে চরমে। কিন্তু হঠাৎই ভিকিকে অঙ্কিতা জানান, তাঁর ঋতুস্রাব হয়নি। একথা জানাতে পেরেই, বিগ বসের ঘরের অন্দরে রক্ত ও মূত্র পরীক্ষা হয় অঙ্কিতার। বিগ বসকে অঙ্কিতা জানিয়েছেন, তিনি বাড়ি যেতে চান। তাঁর শরীর একেবারেই ভাল নেই। তবে সত্যিই অঙ্কিতা অন্তঃসত্ত্বা কিনা তা অবশ্য জানা যায়নি।
‘বিগ বস ১৭’-তে সবচেয়ে নজর কেড়েছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন জুটি। একদিকে অঙ্কিতা যেভাবে পুরো খেলা খেলছেন, তা দেখে মুগ্ধ দর্শকরা, অন্যদিকে, ‘বিগ বস’ অনুরাগীদের দাবি, বিগ বসের ঘরে এবারের মাস্টারমাইন্ড হলেন ভিকি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.