সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকর-তনুশ্রী দত্তকে দিয়ে শুরু হওয়া গুঞ্জন নিয়েছে বিরাটাকার৷ বলিউডে উঠেছে #MeToo ঝড়৷ অভিনেত্রী, মডেলদের একের পর এক অভিযোগের তিরে বিদ্ধ সেলিব্রিটিরা৷ এবার অভিযোগের আঙুল উঠেছে খোদ অমিতাভ বচ্চনের দিকে৷ সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট স্বপ্না মোতি ভবনানি টুইটের মাধ্যমে বিগ বি-কে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন৷
‘পিংক’ সিনেমায় তিন তরুণীর বিরুদ্ধে ঘটে যাওয়া এক অন্যায়ের প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বিগ বি-কে৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই স্বপ্না লিখেছেন,’পিংক’ ছবির মাধ্যমে আপনি একজন সমাজ সংস্কারক রূপে প্রতিষ্ঠা করেছে। আপনার সেই ইমেজও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি সত্যি সামনে আসবে৷ মনে হয়, আপনি এখন হাত কামড়াচ্ছেন। কারণ, নখ কম পড়বে আপনার।” এই টুইট করে ‘মি টু’ মুভমেন্টেও শামিল হয়েছেন স্বপ্না৷ তাঁর টুইটটি অমিতাভ বচ্চনকেও ট্যাগ করেছেন স্বপ্না৷
This has to be the biggest lie ever. Sir the film Pink has released and gone and your image of being an activist will soon too. Your truth will come out very soon. Hope you are biting your hands cuz nails will not be enough.
— Sapna Moti Bhavnani (@sapnabhavnani)
এই পোস্টে রীতিমতো জল্পনা শুরু হয়েছে সব মহলে। এবার কি তবে #Me Too মুভমেন্টে নাম জুড়তে চলেছে শাহেনশারও, উঠছে সেই প্রশ্ন৷ নানা পাটেকর ও তনুশ্রী দত্তের ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীরব ছিলেন অমিতাভ৷ কেউ কেউ সেই প্রসঙ্গ তুলে কটাক্ষও করছেন বিগ বি-কে৷ তবে কী তাঁর বিরুদ্ধে আঙুল উঠতে পারে ভেবেই, চুপ ছিলেন অমিতাভ? এই প্রশ্ন করতেও ছাড়েননি সমালোচকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.