সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই বোঝা যাচ্ছিল না কারণটা! অনেকেই অনেক কথা বলছিলেন ঠিকই!তার পরেও রহস্য থেকে গিয়েছিল সেই তিমিরেই- ‘সুলতান’ ছবি থেকে অরিজিৎ সিং-এর গানটা কেন ছেঁটে দিলেন সলমন খান?
জবাব মিলেছে এবারে!
আসলে, ছবিতে দুটো গান রাখা যেত। একটা রাহত ফতেহ আলি খানের গলায়। যেটা কি না ছবিতে রয়েছেও!
কিন্তু, অন্য ভার্সনটা মনে মনে ঠিক করে রেখেছিলেন সলমন- তিনি নিজেই গাইবেন! সেই জন্যই অরিজিৎ সিং-কে হটিয়ে দেওয়া!
তবে ‘জগ ঘুমেয়া’ নামের গানটা যে সলমন গাইতে চলেছেন, তা কিন্তু ঘুণাক্ষরেও জানতেন না ছবির সঙ্গীত-পরিচালক জুটি বিশাল-শেখর। ফলে, খবরটা পেয়ে তাঁরাও হকচকিয়ে গিয়েছেন!
Ek baar maine commitment kar di Toh… So suno jag…. in my voice . . Link:
Advertisement— Salman Khan (@BeingSalmanKhan)
”সলমন যে এরকমটা করতে চলেছেন, তা আমরা কেউ জানতামই না! বুদাপেস্টে গানটার ভিডিও শুট করতে যাওয়ার আগে সলমন ফোন করে খবরটা দেন যশ রাজ ফিল্মসকে। বলেন, তিনি নিজেই পুরো ব্যবস্থা করেছেন। নিজেই ভাড়া করেছেন মিউজিক টিম, নিজেই ভাড়া করেছেন স্টুডিও। তার পর গানটা রেকর্ড করে খবর দেন আমাদের। বলেন, টুইটারে আপলোড করেছি। শুনে দেখো”, জানিয়েছেন যশ রাজ ফিল্মস-এর এক মুখপাত্র!
আর কী! এবার আপনারাও শুনে দেখুন সলমনের গায়কি!
এর আগেও শুনেছেন নিশ্চয়ই! নানা ছবিতে সলমনের নিজের গলায় গান!
কিন্তু এটা আপনাকে চমকে দেবে নতুন করে! শুনেই দেখুন না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.