Advertisement
Advertisement

Breaking News

নেট-দুনিয়ায় শোরগোল ফেললেন সোনু নিগমের বোন টিশা!

টিশার সেই রক্তে ঢেউ তোলা প্রণয়লীলা দেখে নিন ভিডিওয় ক্লিক করে!

Sonu Nigam’s Sister Just Released Her First Single, Watch The Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 7:08 pm
  • Updated:October 16, 2016 7:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদাটি তো বিখ্যাত বটেই! যে খ্যাতি কি না তাঁর দীর্ঘ পথ চলার ফসল! তবে বোনটিও যে কিছু কম যান না, সম্প্রতি প্রমাণিত হল তা! যথাযথ ভাবে আত্মপ্রকাশের পর থেকেই তাঁকে ঘিরে উত্তাল হল নেট-দুনিয়া!

Advertisement

teesha1_web
কী এমন করেছেন সোনু নিগমের বোন টিশা নিগম?

teesha2_web
যে পথে দাদার খ্যাতি, বোনও হাঁটছেন সেই পথ ধরেই। নিজেকে পরিচিত করে তোলার জন্য তৈরি করেছেন এক মিউজিক ভিডিও। হুবহু সোনু নিগমের ঘরানা মেনেই। মনে আছে আশির দশকে সোনু নিগমের হিট হওয়া একটার পর একটা মিউজিক ভিডিওর কথা? যে ভিডিওগুলোর বেশির ভাগেই গায়ককে দেখা যেত ভাঙা প্রেমের স্মৃতিচারণে? সঙ্গে দেখা যেত সুন্দরীদের সঙ্গে আলতো শরীরী প্রেম?

teesha3_web
ওই একই থিমে নিজের মিউজিক ভিডিও  সাজিয়েছেন টিশা। ‘কাটনা নাই’ গানে শোনা যাচ্ছে তাঁর দক্ষ গায়কি আর দেখা যাচ্ছে রক্তে ঢেউ তোলা রোমান্স-পর্ব। যে গানটি সোনু নিগমের অনুরোধে টিশার জন্য কম্পোজ করেছেন সাজ্জাদ আলি।

teesha4_web
বিশ্বাস না হলে টিশার সেই প্রণয়লীলা দেখে নিন ভিডিওয় ক্লিক করে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস