সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাইকেল লাল’! ‘সাইকেল লাল’!
চমকে ওঠার মতোই নাম, সন্দেহ নেই!
ও দিকে, ছবিতে স্পষ্ট চোখে পড়ছে শাহরুখ খান আর সলমন খানকে।
তাহলে কি একসঙ্গে ছবি করছেন তাঁরা? মাইকেল আর সাইকেল সেই ছবিরই দুই চরিত্র?
উঁহু! ছবিতে যা দেখা যাচ্ছে, তা ঘোরতর বাস্তব।
আসলে, সলমন খান মাঝে মধ্যেই প্রিয় সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েন রাতের বান্দ্রার পথে। সাইকেলে তাঁর দেখা মেলা নতুন কিছু নয়।
এবার তাঁর সঙ্গে যোগ দিলেন শাহরুখও! দুজনে মিলে সাইকেলে চেপে শাসন করলেন রাতের বান্দ্রা।
শাহরুখ আর সলমনের এই ঘোরাঘুরি কিন্তু অবাক করার মতোই! দুজনের মধ্যে যে একটা চাপা রেষারেষি আছেই, সেটা কারও অজানা নয়।
Bhai bhai on bike bike. No pollution…bhai says “Michael Lal Cylcle Lal.”
Advertisement— Shah Rukh Khan (@iamsrk)
কিন্তু, আপাতত শাহরুখের তরফ থেকে দেখা যাচ্ছে সৌহার্দ্যের মনোভাবই! এই সাইকেল চেপে ঘুরতে যাওয়ার আগেই এক সাংবাদিক বৈঠকে সলমনের বিতর্কিত ধর্ষণ-মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল শাহরুখের কাছে। জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে তাঁর মতামত!
শাহরুখ অত্যন্ত কৌশলে এড়িয়ে যান পুরো ব্যাপারটাই! বলেন, ”আমি সারাজীবন অসংখ্য ভুলভাল মন্তব্য করে বিপদে পড়েছি। তাই এটা নিয়েও কিছু বলব না। বললেই তো আপনারা তিলকে তাল করে তুলবেন! তা ছাড়া, সত্যি বলতে কী, আমি এটা নিয়ে মন্তব্য করার কে?”
তার পরেই তাঁরা দুজনে বেরোন সাইকেল নিয়ে। ঘোরাঘুরি শেষে একটা টুইটও করেন শাহরুখ। সেখানেই দেখা যাচ্ছে এই মাইকেল লাল আর সাইকেল লালের প্রসঙ্গ। ছবিটা পোস্ট করে লিখেছেন শাহরুখ, ”ভাই ভাই সাইকেলে! কোনও দূষণের প্রশ্নই নেই! ভাই বলছে, আমরা এখন মাইকেল লাল আর সাইকেল লাল!”
ভালই তো! অবশেষে তাঁদের মধ্যে যদি ঝগড়া মিটে যায়, তার চেয়ে ভাল কী হতে পারে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.