সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে হেনস্তা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। ভারতীয় হওয়ার কারণে লন্ডনের বিমানবন্দরে কটূক্তি শুনলে হল অভিনেতাকে। গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় লিখলেন সতীশ।
ঠিক কী ঘটেছে?
সিনেমার কারণে মাঝে মধ্য়েই বিদেশ যাত্রা করে থাকেন সতীশ। সেই কারণেই সম্প্রতি লন্ডনে উড়ে গিয়েছিলেন। বিমানবন্দরে প্রথমশ্রেণীর লাউঞ্জে বসায় বিমানকর্মীর তরফ থেকে উড়ে আসে কটাক্ষ। সতীশ শুনতে পান, এক বিমানকর্মী বলেন, ‘সতীশ শাহর মতো অভিনেতারা প্রথম শ্রেণির টিকিট কী করে কাটতে পারেন?’
সতীশ টুইট করে লিখলেন, ”বিমানবন্দরে কর্মীর এমন প্রশ্ন শুনে আমি একটাই উত্তর দিয়েছি। কারণ আমরা ভারতীয়। তাই এই খরচ আমরা সহজেই দিতে পারি।”
I replied with a proud smile “because we are Indians” after I overheard the Heathrow staff wonderingly asking his mate”how can they afford 1st class?”
— satish shah🇮🇳 (@sats45)
সতীশের এই টুইট দেখে অনেকেই গোটা ঘটনার নিন্দা করেছেন। অনেকে তো প্রতিবাদ করার কথাও জানিয়েছেন সতীশকে। তবে এ ব্যাপারে আপাতত চুপই থাকতে চান বলিউড অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.