সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই সলমন খানের একটি সামান্য টুইটারে হইচই পড়ে গিয়েছিল গোটা নেটদুনিয়ায়। কারণ তিনি লিখেছিলেন, ‘আমি মেয়ে পেয়ে গিয়েছি।’ এর কয়েক ঘন্টার মধ্যেই অবশ্য পরিষ্কার হয়ে যায় বিষয়টি। জানা যায়, সলমন খান যে মেয়েটিকে পেয়েছেন তাঁকে তিনি নিজের জীবনসঙ্গিনী করবেন বলে খুঁজছিলেন না। বরং তিনি মেয়েটিকে পেয়েছেন তাঁর পরবর্তী ছবির নায়িকা হিসেবে।
এরপর আস্তে আস্তে তাঁর টুইট থেকেই পরিষ্কার হয় বিষয়টি। সলমন খান ফিল্মসের পরবর্তী ছবি হল ‘লাভরাত্রি’। যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সলমন খানের পালিতা বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মা। আর এই আয়ুষের বিপরীতে অভিনয় করবেন সেই মেয়ে ওয়ারিনা হুসেন। ভ্যালেনটাইনস ডে-র দিন ওই সিনেমার ফার্স্ট লুক দর্শকদের উপহার দিলেন সলমন। তিনি জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি গুজরাটে ‘লাভরাত্রি’-র শুটিং শুরু করব আমরা।’
Yeh Valentines Day par wishing everyone .
— Salman Khan (@BeingSalmanKhan)
[বসন্তেই ‘অক্টোবর’ নিয়ে হাজির হচ্ছেন সুজিত সরকার]
একের পর এক নতুন মুখকে বিভিন্ন সময় বলিউডে নিয়ে এসেছেন।তিনি সলমন খান। তাই ‘পারি না’ বলে কোনও কথাই নেই তাঁর অভিধানে। জারিন খান, সুরজ পাঞ্চোলি, পুলকিত সম্রাটের মতো অভিনেতা, অভিনেত্রীদের প্রথম বলিউডে পদার্পণ তাঁরই হাত ধরে। এবার আসতে চলেছে আরও এক নতুন জুটি। তাঁর মধ্যে একজন অবশ্য সলমনের বোনের বর। কিন্তু অন্যজন অর্থাৎ ওয়ারিনা বলিউডে একেবারে নতুন মুখ। আর সেই নতুন জুটিকে নিয়ে একটি আস্ত প্রেমের গল্প এবার তুলে ধরতে চলেছেন সলমন। প্রত্যেকবার এতবড় ঝুঁকি তিনি কেন নেন, এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমিও কোনও একসময় নতুন ছিলাম। আমাকেও কেউ সুযোগ দিয়েছিল। তাই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমিও সেইজন্যই সবসময় চেষ্টা করি সকলকে একটা করে সুযোগ দেওয়ার। বাকিটা অবশ্য তাঁর ভাগ্যের উপর।’
[প্রিয়ার গানে মুসলিম ভাবাবেগে আঘাত, কী বলছে পুলিশ?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.