Advertisement
Advertisement

সব ভুলে নতুন করে সম্পর্ক বুনছেন সলমন, ক্যাটরিনা

সেই তো আবার কাছে এলে!

Salman Khan & Katrina Kaif’s New Ad Is The Proof Of Their Endless Love
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 3:20 pm
  • Updated:September 23, 2016 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাঘুষো একটা শোনা গিয়েছিল, সলমন খানের কথাতেই না কি রণবীর কাপুরকে ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ক্যাটরিনা কাইফ!

Advertisement

splash1_web
এই জায়গায় এসে একটা প্রশ্ন উঠতেই পারে। রণবীর যদিও ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে থাকার সময়ে ডেটিং সাইটে অন্য মহিলা খুঁজতেন, তাহলেও সলমন খানের কথাতেই কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন নায়িকা? তবে কি সব ভুলে, নতুন করে শুরু হল তাঁদের প্রেমের দ্বিতীয় দফা?

splash2_web
খুব সম্ভবত তাই! যার প্রথম ঝলক দেখা গেল এক ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনে।

splash3_web
সংস্থাটির নাম ‘স্প্ল্যাশ’। তাদের বিজ্ঞাপনের ভিডিওয় দেখা যাচ্ছে, বিস্তর বাধার মধ্যে ক্যাটরিনাকে খুঁজছেন সলমন। ক্যাটরিনাও বিছিয়ে রেখেছেন আশ্রয়ের বুনোট। চাইছেন সলমনের সান্নিধ্য। তার পর তাঁরা যখন পরস্পরকে খুঁজে পেলেন?

splash4_web
দেখা গেল, তাঁদের প্রেম অফুরান! যে প্রেমমদির দৃষ্টিতে সলমন এবং ক্যাটরিনা তাকিয়ে রয়েছেন পরস্পরের দিকে, তা খুব সম্ভবত অভিনয় নয়। অভিনয় হলে ক্যাটরিনার স্মিতা পাটিল পুরস্কার পাওয়ার খবরে এত সমালোচনার ঝড় উঠত না!

splash5_web
নিজেই ক্লিক করে দেখুন না ভিডিওটি! দেখতে পাবেন, সলমন-ক্যাটরিনার প্রেমের স্প্ল্যাশে কেমন রক্তাভ হয়ে উঠেছে জগৎ!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement