সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে সলমন ভক্তদের উত্তেজনা দিনে দিনে বেড়েই চলেছে। আর তার মধ্যেই নিজের আরেকটি আপকামিং ছবির ফার্স্ট লুক প্রকাশ করলেন বি-টাউনের দাবাং খান।
আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। যে ছবির ট্রেলার ইতিমধ্যেই ভেঙে দিয়েছে সুপারহিট ছবি ‘বাহুবলী টু’-এর রেকর্ডকেও। ইউটিউবে প্রভাস-অনুষ্কা জুটির চেয়েও সলমন-ক্যাট জুটিকে দর্শকরা বেশি ভালবেসেছেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টার, লুক, শুটিং স্পটের ছবি পোস্ট করে চলেছেন সল্লু ভাই। এবার নিজেই ‘রেস থ্রি’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন তিনি। যেখানে নীল-কালো পোশাকে ক্যামেরার দিকে পিস্তল তাক করে রয়েছেন সলমন।
…. and Race3 begins
— Salman Khan (@BeingSalmanKhan)
‘রেস’ সিরিজের তিন নম্বর ছবির শুটিং সম্প্রতি শুরু হয়েছে। যেখানে ফের একসঙ্গে দেখা যাবে সলমন-জ্যাকলিনকে। শেষবার ‘কিক’ ছবিতে পরস্পরের বিপরীতে অভিনয় করেছিলেন তাঁরা। আব্বাস-মাস্তান পরিচালিত রেস সিরিজের প্রথম দুটি ছবিতে নজর কেড়েছিলেন সইফ আলি খান, অক্ষয় খান্নারা। ‘রেস থ্রি’-তেই প্রথমবার দেখা যাবে সলমনকে। পরিচালকও পালটে গিয়েছেন। রেমো ডিসুজার ছবিতে রয়েছেন ববি দেওল এবং ডেইজি শাহও। জ্যাকলিন ফার্নান্ডেজ জানাচ্ছেন, “এ ছবিতে আমার চরিত্র বেশ কঠিন। দর্শকদের সামনে এক্কেবারে অন্যভাবে ধরা দেব। চরিত্রটায় অভিনয় করতে মুখিয়ে রয়েছি। প্রথম দু’টি ছবির মতো ‘রেস থ্রি’তেও পরতে পরতে রয়েছে রহস্য। জ্যাকলিন বলছেন, ছবিতে প্রায় প্রতিটি চরিত্রকেই ভিলেন বলে মনে হবে। টানটান কৌতূহল শেষে রহস্য উন্মোচিত হবে। ফের সলমনের সঙ্গে কাজ করতে পারায় ভাল লাগছে নায়িকার। সইফ আলি অভিনীত ‘রেস’-এর প্রথম দুটি ছবির মতো এটিও দর্শকদের মন জয় করতে পারে কিনা, এখন সেটাই
দেখার। সব ঠিকঠাক থাকলে আগামী বছর ইদে মুক্তি পাবে ‘রেস থ্রি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.