Advertisement
Advertisement
Kesari Chapter 2

অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান! ফুঁসে উঠলেন সৃজিত-ঋত্বিকরা

সৃজিত লিখলেন, 'হতাশাজনক গবেষণা।'

Ritwik Chakrabarty and Srijit Mukherjee opens up over Kesari Chapter 2
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 20, 2025 10:52 am
  • Updated:June 20, 2025 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে বিতর্কের কেন্দ্রে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে সরব হয়েছিলেন। এবার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন ঋত্বিক চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়রা। ঋত্বিক লিখলেন, ‘শুনলাম “ছাপরি চ্যাপ্টার গু” বলে একটা হিন্দি সিনেমায় নাকি ইতিহাস বিকৃত হয়েছে।’ সৃজিত লিখলেন, ‘হতাশাজনক গবেষণা।’

Advertisement

গত এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’। সেই সময়ই বহু দর্শক সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন তাঁরা। কিন্তু আইনি জটিলতা দেখা যায়নি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ‘কেশরী চ্যাপ্টার ২’। তারপরই স্বাধীনতা সংগ্রামীদের অপমান, ভুল তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন রণজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। ঠিক কী অভিযোগ তাঁর? তিনি জানিয়েছেন, মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় একটি আদালত কক্ষের দৃশ্য দেখানো হয়েছে সিনেমাটিতে। সেখানে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং ‘ হিসেবে। বারীন্দ্রকুমার ঘোষকে দেখানো হয়েছে ‘বীরেন্দ্র কুমার’ হিসেবে। যা স্বাধীনতা সংগ্রামীদের অপমানের পাশাপাশি তথ্য বিকৃতি ও বাংলাকে অসম্মান।

এনিয়ে শুক্রবার সকালে সোশাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগরে দিলেন ঋত্বিক চক্রবর্তী। লিখলেন, ‘শুনলাম “ছাপরি চ্যাপ্টার গু” বলে একটা হিন্দি সিনেমায় নাকি ইতিহাস বিকৃত হয়েছে। অবশ্য হিন্দি সিনেমার থেকে ইতিহাস শেখা উচিত নয়। ওরা কিন্তু যে-কোনও দিন ছাপ মারা বিশ্বাসঘাতককে বীর বলে চালিয়ে দেবে। পুনশ্চ: এক বন্ধু জানালেন সিনেমার নামটা ভুল বলছি। আসল নাম “যুবা কেসরী- ফুঃ”।’ এক্স হ্যান্ডেলে সৃজিত মুখোপাধ্যায় লিখলেন, ‘ক্ষুদিরাম সিং? এরপর কী? মোহনদাস করমচাঁদ মুখ্যোপাধ্যায়? জওহরলাল দস্তিদার? লালা লাজপত লাহা? অত্যন্ত হতাশাজনক গবেষণা’।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement