সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার উত্তপ্ত হয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চ৷ শোয়ের ইতিহাসে যা কখনও হয়নি, সেদিন তাই হয়েছিল৷ প্রতিযোগী প্রিয়াঙ্কা জগ্গা মিউসের উপর দারুণ চটেছিলেন সঞ্চালক সলমন খান৷ বিগ বসের ঘরের ভিতর তাঁর অভব্য আচরণ সহ্যের সীমা ছাড়িয়েছিল বলে জানান দাবাং খান৷ আর সেই কারণেই প্রথমবার কোনও প্রতিযোগীকে শো থেকে নিষ্কাশন করেন স্বয়ং বলিউড সুপারস্টার৷ কিন্তু শো থেকে বেরোনোর পর বিস্ফোরক অভিযোগ তুলল প্রিয়াঙ্কার পরিবার৷ আর তাতেই হতবাক এই শোয়ের দর্শকরা৷
প্রিয়াঙ্কার ভাই সোশ্যাল মিডিয়ায় আগেই দাবি করেছিলেন, এই শোয়ের পর নাকি সলমন খানের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর বোন৷ যে খ্যাতির জন্য সলমনকে ৩০ বছর অপেক্ষা করতে হয়েছে, তাঁর দিদি মাত্র ৩০ দিনেই তা অর্জন করেছেন৷ এবার আরও বড় বোমা ফাটালেন ভাই সমীর জগ্গা৷ তাঁর অভিযোগ, বিগ বস হাউসে থাকাকালীনই গর্ভপাত হয়েছে প্রিয়াঙ্কার৷ শোয়ের মধ্যে বেশ কয়েকদিন ধরে প্রিয়াঙ্কা দাবি করে আসছিলেন তিনি অসুস্থ৷ কিন্তু তাঁর ঠিক কী হয়েছে, তা স্পষ্ট বোঝা যায়নি৷ এবার সেই অসুস্থতাকে হাতিয়ার করেই এমন বিস্ফোরক অভিযোগ তুলল তাঁর ভাই৷ তবে এই তথ্য কতটা সত্যি তা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য করার পরই সেই পোস্টটি ডিলিট করে দেন সমীর৷
এত বড় ঘটনার কথা প্রিয়াঙ্কা ঘরের ভিতর থাকাকালীন কেন প্রকাশ্যে আনেননি, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ সেই সঙ্গে দর্শকরা জানতে চাইছেন, শুধুমাত্র শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে কি প্রতিযোগীদের অনরবত অশালীন মন্তব্য এবং গালিগালাজ করা যেতে পারে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.