সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মরসুমেই জইশ-ই-মহম্মদ মুখ্য মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘ। এবার সেই মাসুদ আজহারের প্রাণঘাতী কর্মকাণ্ডই উঠে আসবে বলিউড ছবিতে। নেপথ্যে পরিচালক নীরজ পাণ্ডে। নীরজের ছবিতে আগাগোড়াই রাজনৈতিক এবং সমাজের বাস্তব চালচিত্র ফুটে উঠেছে। এবার ফের আন্তর্জাতিক এক সন্ত্রাসবাদীর জীবন কাহিনি নিয়ে কাজ শুরু করতে চলেছেন তিনি।
[আরও পড়ুন: বিরোধিতার জবাব, ফলাফল বেরোতেই ট্রোলড কানহাইয়ার ঘনিষ্ঠ বন্ধু স্বরা]
তবে, বড়পর্দার দেখতে পাওয়া যাবে না। মাসুদকে নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। ২০০১ সালে সংসদে হওয়া সন্ত্রাসবাদী হানাই এবার উঠে আসবে নীরজের ওয়েব সিরিজে। সূত্রের খবর, নীরজের প্রথমটায় অজয় দেবগনকে নিয়ে ‘চাণক্য’র কাজ শুরু করার কথা ছিল। কিন্তু, অজয়ের ব্যস্ততার জন্য শুটিংয়ের দিন পিছোতে হয়। কাজেই ছবির কাজও আটকে পড়ে। তাই নীরজ আপাতত মনোনিবেশ করেছেন নতুন ওয়েব সিরিজে। এর আগেও সন্ত্রাসবাদের মতো ইস্যু দেখা গিয়েছে নীরজের ছবিতে। তাই এবার যখন মাসুদকে নিয়ে ভাবনা এসেছে, তড়িঘড়ি এই গল্পকে পর্দায় আনার পরিকল্পনা করেছেন তিনি। তাই ছবির ব্যাপারে না ভেবে আপাতত ওয়েব সিরিজই করতে চাইছেন ২০০১ সালে সংসদে হওয়া সন্ত্রাসবাদী হানার কাহিনির ভিত্তিতে। আগামী সপ্তাহেই শুরু হবে মুম্বইয়ের ফিল্ম সিটিতে শুটিং।
[আরও পড়ুন: জখম জন আব্রাহাম, বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকের]
এই ওয়েব সিরিজে অভিনয় করতে পারেন পরেশ রাওয়াল এবং জিমি শেরগিল। দুই গুরুত্বপূর্ণ চরিত্রেই এই দুই দক্ষ অভিনেতাকে দেখা যাবে বলে সূত্রের খবর। থাকতে পারেন ‘টাইগার জিন্দা হ্যায়‘-র খলনায়ক সাজ্জাদ দেলাফ্রুজও। পরিচালক নীরজের শেষ ছবি ‘আইয়ারি’ বক্স অফিসে খুব একটা চলেনি। সিদ্ধার্থ এবং মনোজ বাজপেয়ীর দক্ষ অভিনয়ও তাঁকে এনে দিতে পারেনি বক্স অফিসে ‘হিট’ তকমা। যদিও, তার আগের ছবি ‘বেবি’ বেশ মোটা অঙ্কের ব্যবসা করতে পেরেছিল। অক্ষয় এবং নীরজ জুটি অবশ্য আগাগোড়াই প্রমাণ করেছে তারা সফল। এর আগে ‘আ ওয়েনসডে’, ‘নাম শাবানা’ ছবিও তৈরি করেছেন নীরজ পাণ্ডে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.