Advertisement
Advertisement

সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষা কৈরালাকে!

এর আগে বহুবার সঞ্জয় দত্তের বিপরীতে নায়িকার ভূমিকায় করেছেন মনীষা কৈরালা৷

Manisha Koirala to play Sanjay Dutt’s mother Nargis
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 7:34 am
  • Updated:February 8, 2017 7:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যখন চুটিয়ে কাজ করতেন, তখন বহুবার সঞ্জয় দত্তের বিপরীতে নায়িকার ভূমিকায় করেছেন মনীষা কৈরালা৷ কিন্তু এবারে তাঁকেই দেখা যাবে সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে৷ রাজ কুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনেতার মায়ের অর্থাৎ নার্গিসের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনীষা৷ বহু বছর পর বলিউডে তাঁর এমন কামব্যাক ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে৷

Advertisement

সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জু বাবার ভূমিকায় অভিনয় করবেন রণবীর৷ আর রণবীরের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে৷ বিষয়টি যে একেবারে অফিসিয়াল, তা জানিয়ে দিয়েছেন খোদ রাজু হিরানি৷ জানিয়েছেন, মনীষা খুবই সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী৷ নার্গিসের চরিত্রে বহু অভিনেত্রীর কথা মাথায় আসলেও মনীষা নার্গিসের ক্যানসারে আক্রান্ত দিনযাপনের বিষয়টি বাস্তবিক অনুভব করতে পারবেন৷ কারণ তিনি নিজেও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং অসুখকে জয় করতে সক্ষম হয়েছেন৷ তাই নার্গিসের চরিত্র মনীষার মতো করে আর কেউই ফুটিয়ে তুলতে পারবেন না৷

অনস্ক্রিন মা-ছেলের ভূমিকায় রণবীর এবং মনীষাকে দেখা যাবে এই প্রথমবার৷ এখন দেখার অপেক্ষা তাঁদের এই জুটি দর্শকদের মন জয় করতে পারে কিনা!

(শুটিং ফ্লোরে আগুন, ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে বাঁচালেন এই নায়ক)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement