Advertisement
Advertisement

করণের শো-তে এসে মেয়েদের সঙ্গে এ কী করলেন আমির!

দুই মেয়েকে বগলদাবা করে, সোফায় শুইয়ে ফেললেন আমির! কী ঘটল এর পর?

Koffee With Karan 5 Promo: Aamir Khan & His Dangal Daughters Make A Fun Trio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 5:50 pm
  • Updated:December 12, 2016 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর মানে বেশ বড় হয়ে যাওয়া, তাই না? মানে, পাল্লা দিয়ে দুষ্টুমিটাও বেড়ে চলা আর কী! যার কয়েক ঝলক হালফিলে দেখা গেল একটি ট্রেলারে। ‘কফি উইথ করণ সিজন ৫’-এ আগামী পর্বের অতিথি আমির খান। তিনি তাঁর ‘দঙ্গল’-এর মেয়েদের নিয়ে হাজির হয়েছেন করণ জোহরের বিখ্যাত টক শো-তে। কিন্তু, সেখানে এ কী করলেন আমির!

Advertisement

aamir1_web
ট্রেলারটা দেখুন, একেবারে নিচে রয়েছে সেই ভিডিওটা! সেখানে দেখা যাচ্ছে অতিথির জন্য বরাদ্দ বড়সড় সোফাটায় আমির বসে আছেন মধ্যমণি হয়ে। দুই দিকে তাঁর দুই দঙ্গল গার্ল ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। চলছে টুকটাক প্রশ্নোত্তর পর্ব। করণের উড়ে আসা প্রশ্নের বল জবাবের ব্যাটে একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন নায়ক!

aamir2_web
যেমন, করণ জোহর জানতে চেয়েছিলেন আমির খানের কাছে- কোনও নারী যদি তাঁর ঘনিষ্ঠ হয়ে পড়ে, তবে তিনি কী ভাবে আমিরের মন জয় করতে পারবেন? আমিরের অকপট জবাব- “ওই ঘনিষ্ঠ হলেই চলবে! বাকিটুকু যা করার, আমিই করে নেবো!” এরকমই চলছিল বেশ! কিন্তু সমস্যা খাড়া করলেন খোদ ফতিমা আর সানিয়া। করণের এক প্রশ্নের উত্তর আমির দিতেই একজোটে গর্জে উঠলেন দুই মেয়ে- আমির না কি তাঁদের জবাব চুরি করে নিয়েছেন! প্রকাশ্যে আমিরকে চোর বলতেও পিছ-পা হলেন না তাঁরা!
তার পরেই সেই কাণ্ড! দুই মেয়েকে বগলদাবা করে, সোফায় শুইয়ে ফেললেন আমির! কী ঘটল এর পর? নিজেই দেখে নিন না ভিডিওটায় ক্লিক করে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement