Advertisement
Advertisement

ঘুমন্ত ক্যাটরিনার ভিডিও ফাঁস নেটদুনিয়ায়!

বলিপাড়ার ডাকসাইটে নায়িকার ঘুমন্ত ছবি নেটে ফাঁস করে দেওয়ার মতো হিম্মতই বা কজনের আছে!

 Katrina Kaif is sleeping, Video Viral in Internet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 7:53 pm
  • Updated:September 3, 2016 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বোধহয় ক্লান্তির কারণে দু’চোখের পাতা এক হয়ে গিয়েছিল৷ কিন্তু সে ছবি যে নেটদুনিয়ায় ফাঁস হয়ে যাবে কে জানত! কিন্তু নায়িকা চান বা নাই চান, বাস্তব এটাই৷ এই মুহূর্তে ভাইরাল ঘুমন্ত ক্যাটরিনার ছবি৷

Advertisement

ক’দিন থেকেই তাঁর ‘কালা চশমা’র মোহে মজে আছেন সিনেপ্রেমীরা৷ সে ক্রেজ অবশ্য এখনও থামেনি৷ এখনও এ গানের তালেই নাচছে জেন ওয়াই৷ আসলে ‘বার বার দেখো’ ছবির প্রচারে কোনও খামতিই রাখছেন না ক্যাটরিনা৷ সঙ্গী সিদ্ধার্থ মালহোত্রা৷ সম্প্রতি ছবির প্রচারে কলকাতাও ঘুরে গিয়েছেন দু’জনে৷ কলকাতার ঐতিহ্য যে ট্রাম, তার কামরায় দু’জনে একপ্রস্থ নাচাগানাও করে গিয়েছেন৷ প্রমোশনের খাতিরে দৌড়াদৌড়ি যে কম হচ্ছে তা নয়৷ তাই ক্লান্তিতে চোখ বুজে আসা স্বাভাবিক৷ কিংবা দু’দণ্ড রিল্যাক্সড হতেই ঘুমিয়ে পড়েছিলেন বা নিচ্ছিলেন পাওয়ার ন্যাপ৷ কিন্তু সেই একান্ত মুহূর্তের ছবি যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়বে তা হয়তো জানতেনও না৷

কিন্তু কে করলেন এমন কাজ? বলিপাড়ার ডাকসাইটে নায়িকার ঘুমন্ত ছবি নেটে ফাঁস করে দেওয়ার মতো হিম্মতই বা কজনের আছে! রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন একবার পাপারাৎজিদের ক্যামেরার সামনে ধরা পড়েছিলেন৷ এবারও কি সেরকমই কিছু? অনেকে সে অনুমান করলেও, আসলে কীর্তিটি সিদ্ধার্থরই৷ ঘুমন্ত ক্যাটরিনার ছবিটি ফাঁস করেছেন তিনিই৷ কাজটা কি তিনি ঠিক করলেন? নায়িকার ঘুমন্ত ছবি প্রকাশ্যে আনা কি উচিত? থাকল ভিডিও, বিচারের ভার আপনারই৷

A video posted by Sidharth Malhotra (@s1dofficial) on

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement